বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের টিকিটের মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
টিকিটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা এবং সর্বোচ্চ ১০০০ টাকা।
সবগুলো ওয়ানডে অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। আগামী বুধবার প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। আগামীকাল থেকে টিকিট বিক্রি শুরু হবে।
চট্টগ্রামের সাগরিকার বিটক মোড়ে টিকিট বিক্রয়ের বুথ স্থাপন করা হয়েছে। সকাল ৯টায় বুথ খোলা হবে এবং ম্যাচের আগের দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত টিকিট বিক্রি হবে। টিকিট যদি থাকে তবে, ম্যাচের দিনও তা বিক্রি করা হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে বিসিবি।
রুফটপের টিকিটের মূল্য ১০০০ টাকা এবং আন্তর্জাতিক স্ট্যান্ডের টিকিটের মূল্য ৫০০ টাকা। ক্লাব হাউসের টিকিট ৩০০ টাকায় এবং ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট ১৫০ টাকায় বিক্রি করা হবে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে-অফ ম্যাচের বিপরীতে যখন স্টেডিয়ামটি সীমিত আকারে খোলা হয়েছিল, তখন স্টেডিয়ামটি সম্পূর্ণভাবে সবার জন্য উন্মুক্ত করা হয়।
২৩, ২৫ এবং ২৮ ফেব্রুয়ারি তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে। ম্যাচটি শুরু হবে সকাল ১১ টায়।
এরপর দু’টি টি-টোয়েনি খেলার জন্য ঢাকায় ফিরবে বাংলাদেশ-আফগানিস্তান। ৩ ও ৫ মার্চ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো শুরু হবে বিকেল ৩টায়।
Leave a Reply