মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৮:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাত কলেজের স্নাতক চতুর্থ বর্ষের পরীক্ষা স্থগিত সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন নাটকে অভিনয় করছেন ডা. সাবরিনা কবি নজরুল শহিদ সোহরাওয়ার্দী কলেজ বন্ধ ঘোষণা ইসরাইলি হামলার সমুচিত জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে ইরান : আলী লারিজানি সংঘর্ষে না জড়িয়ে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান সরকারের পাবনায় নেতাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত ডেমরার মাহবুবুর রহমান মোল্লা কলেজে ভাঙচুর বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন প্রকল্পের আওতায় স্পট লোন পেলেন সিলেটের সিএমএসএমই উদ্যোক্তারা

স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিলে আপত্তি নেই : স্বাস্থ্যমন্ত্রী

  • আপডেট সময় শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২, ৫.২৮ পিএম
  • ১৫৫ বার পড়া হয়েছে

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, স্বাস্থ্যবিধি মেনে ২১ ফেব্রুয়ারির পর শিক্ষাপ্রতিষ্ঠান খুললে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আপত্তি নেই। করোনাভাইরাসের সংক্রমণ দিনদিন কমে আসছে। আমরা মনে করি, স্কুল-কলেজ খুলে দিলে কোনো সমস্যা হবে না।

মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের শুভ্র সেন্টারে আজ দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘স্কুল-কলেজের প্রায় সব শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়ে গেছে এবং অনেকেই বুস্টার ডোজ নিয়েছে। সুতরাং, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিলে শিক্ষার্থীদের সমস্যা হবে না।
যদি কোথাও শিক্ষার্থীদের কোনো ধরনের সমস্যা দেখা যায়, তাহলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব। দীর্ঘদিন শিক্ষার্থীরা স্কুলে যেতে পারেনি। বিশ্বের বিভিন্ন দেশে স্কুল-কলেজ খুলছে এবং শিক্ষার্থীরা ক্লাস করছে। ২১ ফেব্রুয়ারির পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

এর আগে আজ সকালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতা কিছুটা কমে আসায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আর বাড়াতে হবে না। আমরা আশা করছি, আগামী কয়েকদিনের মধ্যেই স্বাস্থ্যবিধি নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারব।

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া প্রসঙ্গে শিক্ষামন্ত্রী আরও বলেন,  দেশে করোনা সংক্রমণের হার দিনদিন কমে আসছে। আগামী কয়েকদিনের মধ্যে কারিগরি কমিটির সঙ্গে আমরা বসব। আগেও কারিগরি কমিটি বিজ্ঞানসম্মত মতামত দিয়েছে। আমরা তাদের মতামত ও সুপারিশ অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছি। করোনা একটি বৈশ্বিক সমস্যা।

আমরা চেষ্টা করছি, যাতে আমাদের শিক্ষার্থীদের জীবন নিরাপদ রেখে শিক্ষা ব্যবস্থা চালু রাখা যায়। শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকির কথা চিন্তা করেই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হয়েছিল। এখন প্রতিদিনই করোনা সংক্রমণের হার কমে আসছে। ফলে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আর বাড়ানো হবে না।

করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় গত ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সব স্কুল, কলেজ ও সমপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ঘোষণা করে সরকার। পরবর্তী সময়ে আরও দুই সপ্তাহ বাড়িয়ে ২০ জানুয়ারি পর্যন্ত এ ছুটির মেয়াদ বাড়ানো হয়।

এর আগে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ২০২০ সালের মার্চ মাসে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নোটিশ দিয়েছিল সরকার। অবস্থার উন্নতি হওয়ায় প্রায় দেড় বছর পর গত বছরের ১২ সেপ্টেম্বর স্কুল-কলেজ খুলে দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com