আইএসএসএফ শুটিং গ্র্যান্ড পিক্স প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে প্রথম পদক জয় করেছেন শ্যুটার নাফিসা তাবাস্সুম। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলস ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করেছেন তিনি।
প্রতিযোগিতার তৃতীয় পর্বে উত্তীর্ন হয়ে এই পদক জয় করেছেন নাফিসা। চতুর্থ পর্বে পৌঁছাতে পারলে স্বর্ন পদকের জন্য লড়তে পারতেন তিনি। প্রথম সেমিতে দ্বিতীয় সেরা হন তিনি এবং পদক লড়াইয়ে অংশগ্রহনের সুযোগ লাভ করেন। শেষ পর্যন্ত চার প্রতিযোগির মধ্যে তৃতীয় স্থান লাভ করেন তিনি।
প্রতিযোতিায় অংশ নিয়ে বাংলাদেশের নারী শুটার সাজিদা হক সেমি-ফাইনাল থেকে বিদায় নেন। অপর প্রতিযোগি আতিকিয়া খাতুন টপকাতে পারেননি বাছাইপর্ব।
এদিকে পুরুষদের ১০ মিটার এয়ার রাইফের ইভেন্টে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। সেমি-ফাইনাল থেকেই বাদ পড়েন দেশের দুই শ্যুটার শোভন চৌধুরী ও রাব্বি হাসান মুন্না।
Leave a Reply