পঞ্চম ধাপে চাঁদপুরের কচুয়া, ফরিদগঞ্জ ও হাইমচর উপজেলার ২৯ ইউনিয়নে নির্বাচন হয়েছে। এরমধ্যে চেয়ারম্যান পদে ১০টিতে নৌকা, ১২টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এবং সাতটিতে স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছেন। নৌকার এক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আগেই।
বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, কচুয়ার ১২ ইউনিয়নের মধ্যে পাঁচটিতে নৌকা ও সাতটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। ফরিদগঞ্জের ১৩ ইউনিয়নের মধ্যে তিনটিতে নৌকা, চারটিতে বিদ্রোহী ও বাকি ছয়টিতে স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন। হাইমচরের চার ইউনিয়নের মধ্যে দুটিতে নৌকা, একটিতে আওয়ামী লীগের বিদ্রোহী ও অন্যটিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।
Leave a Reply