মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৫:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

দেশে আবারো বিধিনিষেধ জারির সিদ্ধান্ত হয়েছে

  • আপডেট সময় মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২, ১১.২৭ এএম
  • ১৫৪ বার পড়া হয়েছে

করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন-এর সম্ভাব্য সংক্রমণ ঠেকাত দেশে আবারো বিধিনিষেধ জারির সিদ্ধান্ত হয়েছে। গত কয়েকদিন ধরে ক্রমাগত সংক্রমণ বাড়ার প্রেক্ষিতে সোমবার জরুরি আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত হয়। বিধিনিষেধের বিষয়ে দ্রুত মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করবে বলে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী গণপরিবহনে আগের মতো অর্ধেক যাত্রী সেবা দেয়া হবে। টিকা নেননি এমন কেউ রেস্টুরেন্টে খেতে পারবেন না। গণপরিবহন, ধর্মীয় প্রতিষ্ঠানসহ জনবহুল এলাকায় অবশ্যই মাস্ক পরতে হবে। এছাড়া সারা দেশে টিকাদান কার্যক্রম আরো জোরদার করার সিদ্ধান্ত হয়েছে। বিশেষ করে গ্রাম পর্যায়ে বুস্টার ডোজ দেয়া হবে বলে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন।

প্রতিবেশী ভারতে ওমিক্রন সংক্রমণ বেড়ে যাওয়া সেখানে দফায় দফায় বিধিনিষেধ কার্যকর হচ্ছে। পশ্চিমবঙ্গে কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক সপ্তাহে সংক্রমণ বেড়েছে ৪৮ শতাংশের বেশি। একদিনে নতুন রোগী শনাক্ত হয়েছে ৬৭৪ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার আবার ৩ শতাংশের উপরে উঠেছে। এ পর্যন্ত ৭ জনের দেহে ওমিক্রন শনাক্তের খবর পাওয়া গেছে। ওমিক্রন সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কা থেকে নতুন করে বিধিনিষেধ দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম জানিয়েছেন, আগামী মার্চ-এপ্রিলে করোনা ভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট দেশে বড় ধরনের সংক্রমণ ঘটাতে পারে। এ কারণে সারা দেশের হাসপাতালগুলোর সক্ষমতা জোরদারের জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

গত বছরের জুন-জুলাইয়ে ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালে চাহিদার তুলনায় অক্সিজেনের সরবরাহ কম ছিল উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে ৪০টি হাসপাতালে অক্সিজেন জেনারেটর স্থাপনের কাজ শেষ পর্যায়ে রয়েছে। এই ৪০টি ছাড়াও বিভিন্ন উৎস থেকে আরও কিছু অক্সিজেন জেনারেটর স্থাপন করা হয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হবে কিনা এ নিয়ে এখনও স্পষ্ট কোনো নির্দেশনা আসেনি। আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠান চালু থাকবে। শিক্ষার্থীদের টিকা কার্যক্রম জোরদার করা হবে। তবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, শিক্ষক-শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিতের জন্য ক্লাস কমানো বা বন্ধ করার প্রয়োজন হলে বন্ধ করে দেয়া হবে।

করোনা পরিস্থিতি নিয়ে সোমবার জরুরি ভিত্তিতে আন্তঃমন্ত্রণালয়ে বৈঠক আহবান করা হয়। মন্ত্রণালয়ে আয়োজিত বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “পরিস্থিতি বিবেচনায় হাসপাতাল প্রস্তুত আছে। সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা আছে। টিকা কার্যক্রম চালু আছে। করোনা ডেডিকেটেড হাসপাতালের ২০ হাজার শয্যা এখনও প্রস্তুত আছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের চিন্তা-ভাবনা থাকবে কীভাবে পরিবহন নিয়ন্ত্রণ করা যায়। ব্যবসা-বাণিজ্যসহ সবকিছুর ওপর নেতিবাচক প্রভাব পড়বে। এটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য কিছু পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে। ল্যান্ডপোর্ট, সিপোর্ট, এয়ারপোর্টে স্ক্রিনিংয়ের সংখ্যা বাড়ানো এবং আরও মজবুত করা হবে।

মন্ত্রী বলেন, সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠানের সংখ্যা যেন সীমিত করা হয় সে বিষয়ে তাগিদ দেয়া হয়েছে। পরিবহন সেক্টরে বলা হয়েছে যে, তাদের যে সিট ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটি কমিয়ে যেন চালানো হয়।

লকডাউন দেয়া হবে কিনা এ প্রশ্নে মন্ত্রী বলেন, লকডাউনের সুপারিশ এখনও করিনি। পরিস্থিতি এখনও হয়নি। ওই পর্যায়ে যেন যেতে না হয়। এখন আমরা জোর দেব প্রতিরোধের দিকে।

বিমানের ফ্লাইট নিয়ন্ত্রণ হবে কিনা-এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “বিমানে যারা ওঠেন তারা অনেক পরীক্ষা নিরীক্ষা করে ওঠেন। নতুন কোনো সিদ্ধান্তের কথা বলিনি। তারা যেন মাস্ক ব্যবহার করেন এবং টিকা নেন সে বিষয়টির নজরদারি জোরদার করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com