মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৫:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

রেস্তোরাঁয় খেতে হলে টিকা নেওয়ার সনদ দেখাতে হবে :স্বাস্থ্যমন্ত্রী

  • আপডেট সময় সোমবার, ৩ জানুয়ারী, ২০২২, ১১.১৬ পিএম
  • ৫১১ বার পড়া হয়েছে

রেস্টুরেন্টে খেতে হলে টিকার সনদ দেখাতে হবে। যারা টিকা নেননি তারা রেস্টুরেন্টে খেতে পারবেন না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আগামী ১৫ দিন পর থেকে রেস্তোরাঁয় খেতে হলে টিকা নেওয়ার সনদ দেখাতে হবে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

আজ সোমবার সন্ধ্যায় ওমিক্রন প্রতিরোধে আন্তমন্ত্রণালয় বৈঠক শেষে মন্ত্রী গণমাধ্যমকে এ কথা জানান।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরও বলেন, ‘টিকা নেননি এমন কোনো ব্যক্তিকে যদি কোনো রেস্টুরেন্ট সেবা দেয় তাহলে সেই রেস্টুরেন্টকে জরিমানা করা হবে।’

এ ছাড়া, গণপরিবহণে মাস্ক পরা বাধ্যতামূলক করা হবে। কেউ মাস্ক ছাড়া গণপরিবহণে উঠলে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

টিকার কার্ড ছাড়া কাউকে পাওয়া গেলে সেই রেস্তোরাঁকেও জরিমানা গুনতে হবে বলে হুঁশিয়ারি দিয়ে জাহিদ মালেক বলেন, ‘যদি কেউ এ কাজ করেন, তাহলে সেই রেস্টুরেন্টকেও জরিমানা করা হবে। এটি বাস্তবায়নে ১৫ দিন সময় দেওয়া হবে। এ বিষয়ে ক্যাবিনেট থেকে সার্কুলার ইস্যু হবে। ১৫ দিন পর এটি বাস্তবায়িত হতে পারে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় যত অনুষ্ঠান আছে, সেগুলোতে মানুষের সংখ্যা যাতে কম হয়, সেই বিষয়ে আজ সোমবারের সভা থেকে তাগিদ দেওয়া হয়েছে। নীতিগতভাবে ইতিবাচক আলোচনা হয়েছে যে, এটি করা হবে। এ ছাড়া গণপরিবহণে যত আসনের ব্যবস্থা আছে, তা যাতে কমিয়ে চালানো হয়, সে নিয়েও আলোচনা হয়েছে।’

মন্ত্রী বলেন, ‘আমরা আশা করছি এ বিষয়ে সিদ্ধান্ত পাব। এ ছাড়া সব জায়গায় মাস্ক পরতে হবে। না হলে জরিমানা করা হবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com