মল্লিক মো.জামাল বরগুনা প্রতিনিধি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উদযাপন উপলক্ষে বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ,অর্থ মন্ত্রানালয়ের অর্থায়নে বরগুনার আমতলী ও তালতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালী, চিত্রাংকন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার সকাল সারে ১০টায় আমতলী উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র্যালী শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়কগুলি প্রদক্ষিণ শেষে পুনঃরায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। র্যালীতে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান, পৌর মেয়র মতিয়ার রহমান, উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভিনসহ জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষার্থী, সাংবাদিক, আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়।
পরে উপজেলা পরিষদ প্রাঙ্গনের অস্থায়ী মঞ্চে নির্বাহী অফিসার মনিরা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, পৌর আওয়ামীলীগ সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবর রহমান, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, জেলা পরিষদ সদস্য শাহিনুর তালুকদার, ইউপি চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা, আখতারুজ্জামান বাদল খান, হারুন অর রশিদ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি হারুন অর রশিদ প্রমুখ। তালতলী উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র্যালী শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়কগুলি প্রদক্ষিণ শেষে তসলতলী মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। র্যালীতে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রেজবিউল কবির জোমাদ্দার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ তৌফিকউজ্জামান তনু, ও উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ, সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনেরনেতা-কর্মী রাজনৈতিক, মুক্তিযোদ্ধারা অংশগ্রহণকরে। তালতলী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গনের অস্থায়ী মঞ্চে নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সেলিম মিয়ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
Leave a Reply