নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিলের সহধর্মিনী অধ্যাপক অপু উকিল নৌকার প্রার্থীদের বিজয়ী করতে দিনরাত ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। তুলে ধরছেন আওয়ামী লীগ সরকারের নানামুখি উন্নয়ন কর্মকাণ্ড। এতে সাধারণ ভোটাররা উদ্বুদ্ধ হচ্ছেন। অপু উকিলকে পাশে পেয়ে উজ্জীবিত দলীয় নেতাকর্মীরাও ।
গত বুধবার (৩ নভেম্বর) দুপুর থেকে গভীর রাত পর্যন্ত অধ্যাপক অপু উকিল আটপাড়া উপজেলার দুওজ, বানিয়াজান ও তেলিগাতী ইউনিয়নসহ কয়েকটি ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীদের নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নূর খান মিঠু, সাংগঠনিক সম্পাদক শামছুর রহমান লিটন, আটপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী খায়রুল ইসলাম প্রমুখ।
অপু উকিল তাঁর বক্তব্যে বলেন, ‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দল, মত, নির্বিশেষে সকলেই ভোট দিয়ে নৌকাকে বিজয়ী করুন। আর যারা দলীয় নির্দেশ অমান্য করে বিদ্রোহী প্রার্থী হয়েছেন এবং নৌকাকে পরাজিত করতে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন- এর ফল মোটেই ভালো হবে না।’ এ সময় তিনি নৌকার বিরুদ্ধে সকল ষড়যন্ত্র প্রতিহত করে ঐক্যবদ্ধ হয়ে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
Leave a Reply