লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
ছাত্রভর্তি করতে এসে লক্ষ্মীপুরে স্কুল শিক্ষিকার হাতে অভিভাবককে চড় মারা ও ধাক্কা দিয়ে স্কুলের বাহিরে ফেলে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে ঘুরে জানা গেছে -লক্ষ্মীপুর পৌরসভার ১৫ নং ওয়ার্ডের (ইটেরপুল) দক্ষিণ লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা নুরুন্নাহার কর্তৃক তাহেরা বেগম (৬৫) নামের এক বৃদ্ধাকে চড় দিয়ে ও সজোরে ধাক্কা দিয়ে স্কুলের বাইরে ফেলে দেন বলে অভিবাবকরা জানান।এসময় বৃদ্ধা অভিভাবকের চিৎকারে অন্যান্য অভিভাবকরা তাকে টেনে তোলেন।বৃদ্ধা তাহেরা বেগম একই এলাকার হোসেন মিজি বাড়ির মৃত নুরুল ইসলামের স্ত্রী। তিনি তার পঞ্চম শ্রেণী উত্তীর্ণ নাতিকে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি করতে স্কুলে এসেছিলেন।
ভর্তি ফি বাবদ ৬০০ টাকা দিলে প্রথমে নুরুন্নাহার ওই টাকা হাতে নেন পরে ‘টাকা কম’ হয়েছে বলে তার দিকে ছুড়ে মারেন এবং আড়াই হাজার টাকা দাবি করেন। এই নিয়ে বাকবিতণ্ডা সৃষ্টি হলে একপর্যায়ে উত্তেজিত হয়ে সহকারি প্রধান শিক্ষিকা নুরুন্নাহার ওই বৃদ্ধার গালে চড় দেন এবং তাকে সজোরে ধাক্কা দিয়ে স্কুলের বাহিরে ফেলে দেন।
অবশ্য নুরুন্নাহার টাকা নেয়ার বিষয়ে অভিযোগটি সত্য নয় বলে জানিয়েছেন। ক্ষুব্ধ অভিভাবকরা এ সময় জড় হতে থাকেন এবং তারা অভিযুক্ত ওই শিক্ষিকাকে স্কুলের অফিস কক্ষে অবরুদ্ধ করে রাখেন।
খবর পেয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি একেএম আজিজুর রহমান তার বিশেষ টিম নিয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছান এবং অভিভাবকদের বিভিন্ন অভিযোগ শুনেন। স্কুলের শিক্ষক মন্ডলীদের উপস্থিতিতে এবং স্কুলের অফিস কক্ষেই উপস্থিত আরো ১৫/২০ জনের মতো অভিভাবক ওসি একেএম আজিজুর রহমানের কাছে ভর্তির ফি ৬০০ টাকা করে হাতিয়ে নেয়ার বিষয়ে অভিযোগ দেন।
এসময় ওসি অভিভাবকদের সান্ত্বনা দেন এবং এর একটা প্রতিকার করবেন বলে আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় পৌরসভার ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ার হোসেন শাহী উপস্থিত ছিলেন।
অভিভাবকরা জানিয়েছেন অভিযুক্ত ওই শিক্ষিকা নুরুন নাহারের পোস্টিং হয়েছিল সদর উপজেলার ১ নং উত্তর হামছাদী ইউনিয়নের পালেরহাট স্কুলে। কিন্তু সেখানে তিনি যাতায়াতের অসুবিধার কারণে দক্ষিণ লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিচ্ছেন। অভিযুক্ত নূরুন্নাহারের স্বামী ঠিকাদারি করছেন বলে জানান।
বিকেলে স্কুলের অফিস কক্ষে লক্ষ্মীপুর সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার ফরিদ উদ্দিনের উপস্থিতে স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য সদস্যা ও শিক্ষিকাদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসেন। ওই রুদ্ধদ্বার বৈঠকে আরো উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষক সমিতির নেতা শামসুদ্দিন বাবুল ও রসূলগঞ্জ প্রাইমারি স্কুলের শিক্ষক আব্দুল মজিদ। বৈঠক শেষে বের হলে উপজেলা সহকারী শিক্ষা অফিসার ফরিদ উদ্দিনকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি কোনো উত্তর না করেই মোটরসাইকেলে চড়ে তড়িত্গতিতে স্থান ত্যাগ করেন।
বিক্ষুব্ধ অভিভাবকরা দক্ষিণ লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জড়ো হতে থাকে এবং অভিযুক্ত শিক্ষিকার অপসারণ করে তার স্থলাভিষিক্ত একজন পুরুষ শিক্ষক চেয়ে স্লোগান দিতে থাকেন।
Leave a Reply