রবিবার, ১৯ মে ২০২৪, ১২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে সর্বজনীন পেনশন স্কিম মেলা অনুষ্ঠিত ময়মনসিংহের ত্রিশালে বোরোধান- চাউল সংগ্রহের উদ্বোধন নারী ক্রীড়াবিদকে ধর্ষণ ২ জন গ্রেফতার কংগ্রেসম্যানদের সই জালকারী বিএনপি একটা জালিয়াত রাজনৈতিক দল: পররাষ্ট্রমন্ত্রী ঈশ্বরগঞ্জে উপজেলা চেয়ারম্যান প্রার্থী  প্রদীপের আনারসের গণজোয়ার ঢাকা মেডিকেল দুর্ভোগের নাম সার্জারী ওয়ার্ড আনন্দ গুপ্তার হুইল চেয়ার পেয়ে আনন্দে আত্মহারা বৃদ্ধের পরিবার! সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেলেন মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে আবারও আগুন! ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে ১ জনের মৃত্যু

সিএমপি’র ট্রাফিক বিভাগের সচেতনতামূলক কার্যক্রম ও লিফলেট বিতরণ

  • আপডেট সময় শনিবার, ২৩ অক্টোবর, ২০২১, ১০.১০ পিএম
  • ৯১ বার পড়া হয়েছে

মোস্তাফিজুর রহমান চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম মেট্টোপলিট পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগের উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২১ উপলক্ষে গতি সীমা মেনে চলি, সড়ক দূর্ঘটনা রোধ করি”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে ২২ অক্টোবর শুক্রবার সকালে সমগ্র মহানগরীতে সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। সিএমপি’র চারটি ট্রাফিক বিভাগ একযোগে গাড়ির চালক-হেলপার ও সাধারণ পথচারী মাঝে সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতামূলক লিফলেটসহ মাস্ক বিতরণ করেন। এই উপলক্ষে নগরীর জিইসি মোড়ে সকাল সাড়ে ১০টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় নিরাপদ সড়ক দিবসের সচেতনতামূলক প্রচারণা কার্যক্রমের উদ্বোধন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ। উদ্বোধন শেষে প্রধান অতিথি গাড়ির চালক-হেলপার ও সাধারণ পথচারীদের মাঝে লিফলেট ও মাস্ক বিতরণ করেন। তিনি নিরাপদ সড়ক নিশ্চিত করতে ট্রাফিক আইন মেনে চলার উপর গুরুত্বারোপসহ সড়ক দুর্ঘটনার জন্য তিনটি ওভার স্পীড, ওভার লোডিং ও ওভার টেকিংকে প্রধান ঝুঁকি হিসেবে বর্ণনা করে এগুলো থেকে বিরত থাকার জন্য গাড়ি চালকদের প্রতি আহবান জানান। সিএমপি’র উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) মোঃ আলী হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) মমতাজউদ্দিন, টি.আই (পাঁচলাইশ) সুমন জাহিদ লোবেল, টি.আই (চান্দগাঁও) আশীষ কুমার পাল ও টি.আই (মুরাদপুর) মোঃ ইসরাফিলসহ সংশ্লিষ্ট জোনের সার্জেন্টগণ। এছাড়া দিবসটি উপলক্ষে সিএমপি’র ট্রাফিক-দক্ষিণ বিভাগের নতুন ব্রীজ মোড়, ট্রাফিক-পশ্চিম বিভাগের এ.কে খান মোড় ও ট্রাফিক-বন্দর বিভাগের ইপিজেড মোড়ে স্থাপিত প্রচারণা বুথ থেকে পরিচালিত সচেতনতামূলক কার্যক্রম পরিদর্শন করেন। ইপিজেড মোড়ে স্থাপিত বুথে উপস্থিত থেকে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন সিএমপি’র উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-বন্দর) শাকিলা সোলতানা। এই সময় ট্রাফিক-বন্দর বিভাগের সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন। এদিকে ট্রাফিক-পশ্চিম বিভাগের এ.কে খান মোড়ে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথের সাথে সাথে এই কার্যক্রমে অংশ নেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-পশ্চিম) শামীম কবির, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-পশ্চিম) আরিফ হোসেন, টি.আই প্রশাসন (ট্রাফিক-পশ্চিম) বিপ্লব কুমার পাল, টি.আই (আকবর শাহ্) পুলক চাকমা। ট্রাফিক-দক্ষিণ বিভাগের নতুন ব্রীজে শহীদ বশরুজ্জামান চত্বরে স্থাপিত মঞ্চ থেকে সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মুঃ শরিফুল ইসলাম, টি.আই (বাকলিয়া) শামসুদ্দিন সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা ও লিফলেট বিতরণ করেন। সমগ্র মহানগরীর টি.আই’রা নিজ নিজ অধিক্ষেত্রে সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম ও লিফলেট বিতরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com