অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ বহুল আলোচিত লক্ষ্মীপুর (সদর) পৌরসভাসহ ১০ পৌরসভার নির্বাচন আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। একইদিন চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ১ হাজার ৭ ইউপি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ বিষয়ে বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে দুপুরে ইসির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মলেনে তৃতীয়ধাপের ইউনিয়ন পরিষদ ভোটের তফসিল ঘোষণা করেন ইসি সচিব খোন্দকার হুমায়ুন কবির। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ (০২ নভেম্বর) মঙ্গলবার, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ (০৪ নভেম্বর) বৃহস্পতিবার, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ (১১ নভেম্বর) বৃহস্পতিবার এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে (২৮ নভেম্বর) রবিবার। লক্ষ্মীপুর পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে দলীয় নেতাকর্মীদের দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। সবাই এখন ঢাকা মুখি।
Leave a Reply