আজিম উদ্দিনঃ
পাখির কলকাকলি শুনে ভাঙ্গে সকালের ঘুম প্রকৃতির প্রেমে মত্ত হৃদয়ে লাগে আনন্দের ধুম প্রস্ফুটিত ফুল সবে হৃদয়ে দেয় দোলা স্নিগ্ধ সকালে প্রকৃতি প্রেমিক হয় আত্নভোলা। সুবহে সাদিকে পুবের আকাশ অপরূপ মায়াময় অনুভব করতে পারে যেজন সেই বিমোহিত হয় স্নিগ্ধ আলোর ঝলকানি দেয় রঙিন হাতছানি ভুলিয়ে দেয় দুঃশ্চিন্তা আর পরাজয়ের গ্লানি।
উষ্ণ পরশে সুখের আবেশে হারাতে চায় মন মনের গহীনে সুখানুভূতিতে প্রকৃতির বিচরণ মাতাল করা শীতল হাওয়ায় অবচেতন দেহ-মনে প্রিয়তমারে কাছে পেতে চায় স্বর্গীয় আলিঙ্গনে।
পথের ধারে ঝরে পড়া শিউলি ফুলগুলো শুভ্রতায় কাছে টানে গায়ে না মেখে ধুলো ভালোবেসে কুড়িয়ে নিয়ে ফুলের মালা গেঁথে মধুর প্রেমে সঁপে প্রেমিক প্রিয়জনের হাতে।
সকালবেলার মায়ার আবেশে মন আসক্ত থাকে আসক্তি সব শূন্যেতে মিলায় ব্যস্ততার ঘূর্ণিপাকে দিন কেটে যায় মাথায় নিয়ে হাজারো পেরেশানি স্নিগ্ধ সকালেই খুঁজে ফিরি জীবনের সঞ্জীবনী।
Leave a Reply