রবিবার, ২০ অক্টোবর ২০২৪, ০১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
১৫ দিনের আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়ল আউটসোর্সিং কর্মীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৪টি হত্যা মামলার আসামী গোলাম সারোয়ার পিন্টু গ্রেফতার  রাজধানীর রূপনগর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেফতার সাম্প্রতিক অস্থিরতায় পোশাক খাতে ৪০০ মিলিয়ন ডলার ক্ষতি: বিজিএমইএ সভাপতি কয়েকটি রাজনৈতিক দল আমন্ত্রণ পেলেও সংলাপে ডাক পেল না জাতীয় পার্টি লক্ষ্মীপুরে পল্লী বিদ্যুতের ডিএজিম গ্রেফতার ! বঙ্গোপসাগরে লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে শঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়াবিদরা পলাতক পুলিশ সদস্যরা ‘সন্ত্রাসী’ হিসেবে বিবেচিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ঝালকাঠিতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করার অপরাধে ২ জেলেকে কারাদণ্ড ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকারি বাসভবন লক্ষ্য করে হিজবুল্লাহ ড্রোন হামলা

রমজান মাসের প্রয়োজনীয় চাহিদা মেটাতে দুই লাখ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হবে :বাণিজ্যমন্ত্রী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২০, ৮.৫৮ পিএম
  • ৬৫৪ বার পড়া হয়েছে

আগামী রমজান মাসের প্রয়োজনীয় চাহিদা মেটাতে দুই লাখ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
তিনি বলেন, টিসিবি,সিটি গ্রুপ,মেঘনা গ্রুপ এবং এস আলম গ্রুপ প্রত্যেকে ৫০ হাজার মেট্রিক টন করে পেঁয়াজ আমদানি করবে। রমজান শুরুর আগেই এগুলো আমদানি করা হবে। এর পাশাপাশি ভৌজ্যতেল,ছোলা,আদা,রসুন,খেজুরসহ সকল নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা,উৎপাদন ও আমদানি পর্যালোচনা করে প্রয়োজনীয় মজুত করা হবে।
বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আগামী রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত, সরবরাহ, আমদানি,মূল্য পরিস্থিতি স্বাভাবিক এবং স্থিতিশীল রাখার লক্ষ্যে ব্যবসায়ী,সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ উপস্থিত ছিলেন।
টিপু মুনশি ব্যবসায়ীদের উদ্দেশ্য বলেন, ‘আপনাদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। ন্যায় সঙ্গত মুনাফা করে ব্যবসা করেন। সরকার ব্যবসায়ীদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিবে।
তিনি বলেন,বিগত দিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামী দিনের প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে। রমজানে যেন কোন পণ্যের ঘাটতি না হয়, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন,সেবার মনোভাব নিয়ে ব্যবসা করলে ব্যবসায়ী ও ভোক্তা উভয়েই উপকৃত হবেন।
সভায় বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের স্বাভাবিক সরবরাহ ও ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার কাজ করছে। দেশে যাতে কোন পণ্যের সংকট না হয় বা অযৌক্তির মূল্য বৃদ্ধি না হয়, সেজন্য সরকার সজাগ আছে বলে তিনি জানান।
তিনি বলেন, এবারে পেঁয়াজ নিয়ে আন্তর্জাতিকভাবে সমস্যা তৈরি হয়েছে। সরকার জরুরি পদক্ষেপ নিয়ে দেশের বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানকে দিয়ে মিশর ও তুরষ্ক থেকে পেঁয়াজ আমদানি করিয়েছে। দেশেই যাতে প্রয়োজনীয় পেঁয়াজ উৎপাদন করা যায় সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে বলে তিনি জানান।
সভায় অন্যন্যের মধ্যে বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিন,বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন মো. মফিজুল ইসলাম, ট্যারিফ কমিশনের চেয়ারম্যান তপন কান্তি ঘোষ, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. হাসান জাহাঙ্গীর, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক বাবলু কুমার সাহা, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, বাংলাদেশ পাইকারী ভৌজ্য তেল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী মো. গোলাম মাওলাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানিকারক, জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ব্যাংক, কৃষি মন্ত্রনালয়,এফবিসিসিআই ও অন্যান্য ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com