স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘বিদেশে বসে যেসব বাংলাদেশি নাগরিক ফেসবুক ও ইউটিউব ব্যবহার করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে দেশীয় আইনে ব্যবস্থা নেওয়া হবে। তারা আইনের হাত থেকে ছাড় পাবে না।’
শনিবার মৌলভীবাজারের জুড়ি থানার নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘বাংলাদেশের নাগরিক যারা বিদেশে বসে সাইবার অপরাধ করছে সেগুলো আমাদের দৃষ্টিতে আসছে। আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে বলেছি। ফেসবুক ও ইউটিউবসহ এ ধরনের প্রতিষ্ঠানগুলোর সঙ্গেও আমরা যোগাযোগ রাখছি। তাদের কাছে আমরা অনুরোধ জানিয়েছি, তারা যেন এগুলো নিয়ন্ত্রণ করে।’
মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর আসনের সংসদ সদস্য নেছার আহমেদ, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জোহরা আলাউদ্দিন, মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, সিলেট রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মফিজ উদ্দিন আহম্মেদ, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ, জুড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক প্রমুখ।
অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী বলেন, ‘সহজে বিশ্বমানের জনসেবা, পুলিশ বাহিনীর আধুনিকায়নে সরকার বিভিন্নমুখী উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। ফলে দেশের মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ সহজে পেশাদারিত্বের সঙ্গে সেবা দিতে পারছে।
Leave a Reply