রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:৪৩ পূর্বাহ্ন

মনোনয়নপত্র দাখিলের সময় ৫ জনের বেশি লোক এলে ৬ মাসের কারাদণ্ডসহ জরিমানা

  • আপডেট সময় সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯, ৪.১৮ পিএম
  • ২৩৩ বার পড়া হয়েছে

মনোনয়নপত্র দাখিলের সময় ৫ জনের বেশি লোক এলে ৬ মাসের কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা করা হবে।ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম বলেন।

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে আবস্থিত ইটিআই (নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট) ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিটি কর্পোরেশনের এই নির্বাচনী বিধির কথা বলেন তিনি।  আবুল কাশেম জানান, মনোনয়নপত্র দাখিলের সময় মিছিল, শোডাউনও করা যাবে না। এসব দেখভাল করার জন্য আগামীকাল (৩১ ডিসেম্বর) থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন। ইটিআই ভবনে প্রবেশের পথেই অতিরিক্ত মানুষজনের আসা বন্ধ রাখার ব্যবস্থা থাকবে।

তিনি জানান, অপরদিকে প্রিজাইডিং অফিসার নিয়োগে সতর্ক থাকবে কমিশন, যাতে করে তারা প্রশ্নের ঊর্ধ্বে থাকে।

প্রসঙ্গত, ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ৩১ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ জানুয়ারি এবং প্রত্যাহারের শেষদিন ৯ জানুয়ারি। দুই সিটি নির্বাচনে প্রতিটি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com