ক্যাথলিক ও অ্যাঙ্গলিকান চার্চের প্রধানরা বুধবার ক্রিস্টমাস উদযাপনের সময় দক্ষিণ সুদানের শান্তি, সমৃদ্ধি ও শান্তি চুক্তি সম্পাদনের আশা ব্যক্ত করে শুভেচ্ছা বাণী পাঠিয়েছেন । যৌথ এক চিঠিতে পোপ ফ্রাঞ্চিস ও আর্চবিশপ ওব ক্যান্টেরবুরি দক্ষিণ সুদানের রাজনৈতিক নেতাদের কাছে সংহতি ও ভ্রাত্বিত্ববোধের জন্য প্রার্থনা করে বার্তা পাঠান । এ মাসের শুরুতে দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা খীর ও বিদ্রোহী নেতা রাইখ মাশার ফেব্রুয়ারী মাসের মধ্যে অন্তর্বতীকালীন সংহতি সরকার গঠনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন ।
২০১৮ সালে এমনি প্রতিশ্রুতি করেও তাঁরা দু’দুবার ভঙ্গ করেছেন । তাই দুটি পক্ষের মধ্যে সেখানে সশস্ত্র বিবাদ ও হামলা অব্যাহত রয়েছে।
Leave a Reply