আল সামাদ রুবেলঃ প্রকাশিত হতে যাচ্ছে বাংলাদেশের গুণী সঙ্গীতশিল্পী সমরজিৎ রায় এর বৃষ্টির গান। ১ আগস্ট সমরজিৎ রায়ের জন্মদিনেই “টুপটুপ ভেজা মন” শিরোনামের বৃষ্টির এই গানটি প্রকাশিত হবে তাঁর ইউটিউব চ্যানেল (youtube.com/c/SamarjitRoyMusic) এবং ভেরিফাইড ফেসবুক পেইজে (facebook.com/samarjitroy.music)। গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন সমরজিৎ নিজেই। উৎপল দাসের লেখা গানটির প্রোগ্রামিং করেছেন রণদীপ মানু, মিক্সিং ও মাস্টারিং করেছেন গৌতম বসু, শব্দগ্রহণে এ বি লিমন, ভিডিও ধারণে অদ্বিতীয় কাব্য ও প্রসেনজিৎ এবং ভিডিও সম্পাদনা করেছেন মুম্বাইয়ের প্রেম প্রকাশ কর্ণ।
শিল্পী সমরজিৎ বলেন, “বৃষ্টি মানেই আমার কাছে অন্যকিছু। ঝুম বৃষ্টিতে জানালার পাশে দাঁড়ালে যখন বৃষ্টির ঝাপটা এসে চোখ মুখ ছুঁয়ে যায়, পৃথিবীতেই যেন স্বর্গসুখের অনুভূতি হয় তখন। বৃষ্টির এই গানটি আমার নিজেরও ভীষণ পছন্দের যা শ্রোতাদের অনেক পছন্দ হবে বলেই আমার বিশ্বাস।” উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী হৈমন্তী শুক্লা বলেন,”সমরজিৎ আমার ভীষণ স্নেহের এবং পছন্দের পাত্র।
ওর নতুন গান “টুপটুপ ভেজা মন” শুনে আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। যেমন কথা, ঠিক তেমনি তার অসাধারণ গায়কী, সুর আর সঙ্গীতায়োজনের মাধ্যমে গানটির সঠিক মর্যাদা দিয়েছে সে। সমরজিৎ ভীষণ ভালো গান করে, গান সম্পর্কে অনেক জ্ঞান আছে ওর এবং সেই জ্ঞানকে ও সঠিক জায়গায় কাজে লাগায়। এতোদিনের অভিজ্ঞতা থেকেই বলছি, এই গানটি শ্রোতারা একবার শুনলেই খুব পছন্দ করবেন এটাই আমার বিশ্বাস। সমরজিতের আরো ভালো হোক এই কামনা করি। ওর জন্মদিনে অনেক অনেক আশীর্বাদ জানাই।” গানটি সম্পর্কে আরেক কিংবদন্তি সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিৎ বলেন,”সমরজিৎ এর গায়ন শৈলীতেই বোঝা যায় গানের প্রতি তার নিষ্ঠা, অনুশীলন ও অধ্যবসায়ের গভীরতা।
“টুপটুপ ভেজা মন” গানটি রেকর্ড করার পরই সে আমাকে পাঠিয়েছিল। কথা, গায়কী, সুর ও সঙ্গীতায়োজন মিলিয়ে অসাধারণ বৃষ্টির এই গানটি সবার ভালো লাগবেই। সমরের জন্মদিনে রইলো অনেক অনেক শুভেচ্ছা ও আশীর্বাদ। বাংলা গানের যোগ্য প্রতিনিধি হিসেবে তার প্রচেষ্টা ও অবদান অটুট থাকুক ।
তার স্বপ্ন ও প্রত্যাশা এক বিন্দুতে মিলিত হোক।” সম্প্রতি শাকিব খান অভিনীত নতুন বাংলা ছবি “অন্তরাত্মা” তে সহশিল্পী ন্যান্সির সঙ্গে সম্প্রতি একটি দ্বৈত কন্ঠের গানে প্লেব্যাক করেছেন সমরজিৎ। তাছাড়া উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী হৈমন্তী শুক্লা এবং সমরজিৎ রায় এর যৌথ উদ্যোগে পরিচালিত হচ্ছে অনলাইন ভিত্তিক সঙ্গীত পাঠশালা “সুরছায়া”।
Leave a Reply