জিম্বাবুয়ের বিপক্ষে কাল থেকে শুরু হচ্ছে টেস্ট ম্যাচ। অথচ একদিন আগেও বাংলাদেশ দল জানে না আগামীকাল কোন ১১ জন নামছেন মাঠে! গণমাধ্যমের সঙ্গে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে টাইগার ক্যাপ্টেন মুমিনুল হক জানাতে পারেন নি কারা কারা থাকছেন একাদশে।
ধোঁয়াশা তৈরি হয়েছে মূলত ওপেনার তামিম ইকবালকে নিয়ে। হাঁটুর ইনজুরি থেকে এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেন নি তিনি। আগের দিন কোচ রাসেল ডোমিঙ্গো জানিয়েছিলেন তাকে নিয়ে অনিশ্চয়তার কথা। একই কথা শোনা গেল অধিনায়ক মুমিনুলের কণ্ঠেও। তামিমের জন্য শেষমুহুর্ত পর্যন্ত অপেক্ষা করতে চায় দল।
মুমিনুল বলেন, তামিম ভাই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেটার। আমরা তাই কালকে পর্যন্ত দেখবো। আজকে (মঙ্গলবার) অনুশীলন আছে। কালকে পর্যন্ত দেখে এরপর তার ব্যাপারে সিদ্ধান্ত নেব। শুধু তার ইনজুরির কারণে অপেক্ষাটা। অন্য কিছু না।
এদিকে ইনজুরিতে থাকলেও ফিট হয়ে উঠেছেন মুশফিকুর রহিম। আর সাকিব আল হাসান ফেরায় অনেকটাই দুঃশ্চিন্তামুক্ত বলে জানালেন ক্যাপ্টেন।
মুমিনুল বলেন, মুশফিক ভাই অবশ্যই খেলবে। আর সাকিব ভাই ফেরাতে দলের কম্বিনেশনটা খুব সহজ হবে। উনি থাকলে একজন বোলার কম নিয়ে বেশি ব্যাটসম্যান খেলানোর সুবিধা থাকে।
আরেক অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদের বিষয়ে এখনো সিদ্ধান্তে পৌঁছুতে পারে নি দল। নির্বাচকদের ঘোষিত টেস্ট স্কোয়াডে তাকে না রাখা হলেও, পরবর্তীতে বিসিবি সভাপতির নির্দেশে তাকে নেয়া হয় টেস্ট দলে। তবে তাকে খেলানো হবে কিনা, এখনও জানেন না অধিনায়ক।
মুমিনুল বলেন, রিয়াদ ভাইয়ের ব্যাপারে টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবে। আমি এখনও উইকেট দেখতে পারি নি। দেখার পর তার ব্যাপারে সিদ্ধান্ত নেব। তবে আমরা আশাবাদী তার ব্যাপারে।
দীর্ঘ ২ বছর ধরে দলের সঙ্গে ছায়াসঙ্গী হয়ে আছেন ব্যাটসম্যান ইয়াসির রাব্বি। তবে এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে অভিষেক হয় নি তার। জিম্বাবুয়ের বিপক্ষে কি তার ভাগ্য খুলছে? পরিষ্কার করে কিছু না জানালেও, ইঙ্গিত দিয়ে রাখলেন মিমি।
তিনি বলেন, রাব্বি ফিউচারের জন্য তৈরি হচ্ছে। অন্য কোন ক্রিকেটার হলে এতদিন টিকতো না। কিন্তু সে বর্তমান কম্বিনেশনের কারণে থাকতে পারে।
Leave a Reply