মো:কাজু তুহিন,বেনাপোল প্রতিনিধিঃ
বেনাপোল চেকপোস্ট কাস্টমসের ৪ বাংলাদেশী পাসপোর্টধারীকে তল্লাশি কেরে ভারতীয় ৩৮টি উন্নত মানের মোবাইল সেট জব্দ করেছে চেকপোস্ট কাস্টমস সদস্যরা।
শনিবার (২১ ডিসেম্বর) সকালে ভারত ফেরত ৪ বাংলাদেশী পাসপোর্ট যাত্রীর শরীর তল্লাশি করে মোবাইল ফোনগুলো জব্দ করা হয়।
বেনাপোল কাস্টমস চেকপোস্টের রাজস্ব কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, বেনাপোল চেকপোস্টে কাস্টমস সদস্যরা নিরাপত্তা জোরদার করে।
এক পর্যায়ে সন্দেহভাজন ৪যাত্রী কাস্টমসে প্রবেশ করলে তাদের শরীর তল্লাশি করা হয়।
এ সময় তাদের কাছে থাকা ৩৮ টি উন্নতমানের মোবাইল ফোন পাওয়া যায়। জব্দকৃত মোবাইল ফোন বেনাপোল কাস্টমস হাউসে জমা করা হবে বলেও জানান তিনি।
Leave a Reply