শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা বঙ্গোপসাগরে কার্গোজাহাজ ডুবির ঘটনা ১২ নাবিককে উদ্ধার গোলাবারুদ, অস্ত্র এবং অন্যান্য যুদ্ধের সরবরাহ দ্রুত ইউক্রেনে পাঠানোর উদ্যোগ নিয়েছেযুক্তরাষ্ট্র যেকোনো মূল্যে উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে হবে: সিইসি বিশ্বের প্রতি সকল আগ্রাসন ও নৃশংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এবং যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর অনির্দিষ্টকালের জন্য চুয়েট বন্ধ: শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ আগামী ২৮ এপ্রিল টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে ভারত- বাংলাদেশ নারী দল চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে হিট স্ট্রোকে ট্রাফিক পুলিশের পরিদর্শকের মৃত্যু ২৮ এপ্রিল থেকে স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনে ‘ভিত্তিহীন’ তথ্য ব্যবহারের অভিযোগ বাংলাদেশের

দেবীদ্বার ৪৫০০ পরিবারের জন্য নিরাপদ পানির ট্যাংকী নির্মানের উদ্যোগ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১, ৮.৫৫ পিএম
  • ২০৭ বার পড়া হয়েছে
এ আর আহমেদ হোসাইন (দেবীদ্বার-কুমিল্লা) প্রতিনিধি: বাংলাদেশে ৩০টি পৌরসভায় পানি সরবরাহ ও সেনিটেশন প্রকল্পের আওতায় দেবীদ্বার পৌরসভার ৪ হাজার ৫ শত পরিবারের জন্য নিরাপদ স্বাস্থ্য সম্মত বিশুদ্ধ পানি সরবরাহে ৩৫ কোটি টাকা ব্যয়ে পানির ট্যাংকী (সুয়ারেজ) নির্মান প্রকল্পের বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১১টায় দেবীদ্বার উপজেলা পরিষদ হল রোমে আয়োজিত ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত মতবিনিময় সভাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর(ডিপিএইচ) এর বাস্তবায়নে, টেকনিকেল সাপোর্ট ইউনিট (টিএসইউ)’র সহযোগীতায় এবং জিওপি, আইডিএ, (বিশ্বব্যাংক) ও এআইআইবি’র অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। উক্ত সভায় দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রাকিব হাসান’র সভাপতিত্বে এবং পৌর সচিব মোঃ ফখরুল ইসলাম’র সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার মোঃ গিয়াস উদ্দিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল কাসেম ওমানী, কর্নেল (অবঃ) ডাঃ সওকত ইকবাল মূন্সী, জেলা পরিষদ সদস্য ও নারী নেত্রী শিরিন সুলতানা, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (সাবেক) বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সামাদ, পৌরসভার ইঞ্জিনিয়ার মোসঃ জোবায়দা ইয়াসমিন, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, প্রভাষক সাইফুল ইসলাম শামিম। অনুষ্ঠানে মূল বিষয়ে আলোকপাত করেন, বাংলাদেশ মিউনিসিপাল ওয়াটার সাপ্লাই এন্ড স্যানিটেশন প্রজেক্ট’র (টেকনিকেল সাপোর্ট ইউনিট)’র জেন্ডার স্পেশালিষ্ট রোকেয়া বেগম, সোসাল ডেভেলপম্যান্ট স্পেশালিষ্ট মোঃ আমির হোসেন ও মোঃ আসাদ উল্লা সাদাত। প্রশ্নপর্বে আলোচনা করেন, বিশিষ্ট ব্যবসায়ি হাজী মোঃ গিয়াস উদ্দিন, পৌরসভার সহায়ক সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আউযাল কাসেম, মোঃ সহিদুল ইসলাম, মোঃ মজিবুররহমান, মোঃ আবুল হাসান, মেম্বার, মোঃ আবু হানিফ ফকির, মোঃ আব্দুল আউয়াল, আব্দুল কাদের এবং নারী নেত্রী আইরিন আক্তার প্রমূখ। আয়োজকরা বলেন, উক্ত প্রকল্পটি বাস্তবায়নে পৌরসভার ৪ হাজার ৫ শত গ্রাহকের মধ্যে ৩ হাজার ৩৭৫ জন যে পর্যন্ত গ্রাহক না হবে, সে পর্যন্ত উক্ত প্রকল্পটি বাস্তবায়ন করা হবেনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com