করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (১৭ মে) আরো ৩০ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ হাজার ২১১। একই সময়ে আরো ১ হাজার ২৭২ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।
এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৮২ হাজার ১২৯।
আজ মঙ্গলবার (১৮ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ সক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। দেশে করোনা শনাক্তের পর থেকে প্রতিদিনই পূর্ববর্তী ২৪ ঘণ্টার আপডেট জানিয়েছে আসছে স্বাস্থ্য অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৮৮৫টি।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। মাঝে সংক্রমণ এবং মৃত্যু অনেক কমে গেলেও বর্তমানে ভাইরাসটির দ্বিতীয় ঢেউ ছড়িয়ে পড়েছে দেশজুড়ে।
Leave a Reply