স্টাফ রিপোর্টার: মুজিব শতবর্ষে জাতির পিতা বঙ্গবন্ধুকে উৎসর্গ করে বিশিষ্ট গীতিকবি ও গিটার শিল্পী নাহার আহমেদের ‘স্বপ্নদ্রষ্টা আমাদের বঙ্গবন্ধু’ শীর্ষক গানের অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়েছে।
অ্যালবামটি প্রকাশ করেছে ‘দিপনস প্লানেট’। বিশিষ্ট উচ্চাঙ্গ যন্ত্রসংগীত শিল্পী দীপন সরকারের সার্বিক তত্ত্বাবধান এবং সংগীত পরিচালনায় দ্বৈত গানের এই অ্যালবামে কণ্ঠ দিয়েছেন রাশনা রফিক এবং বিপ্লব সরকার। গান দুটির শিরোনাম ‘স্বপ্নদ্রষ্টা’ ও ‘আমাদের বঙ্গবন্ধু’।
শিরোনাম দুটি এক করেই অ্যালবামের নামকরণ করা হয়। বৃহস্প্রতিবার সন্ধ্যায় রাজধানীর সংস্কৃতি বিকাশ কেন্দ্রে অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হয়। অনলাইনে জুমের মাধ্যমে অ্যালবামটির মোড়ন উন্মোচন করেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুসতাক মুকুল। সমগ্র অনুষ্ঠানটি সরাসরি প্রচারতি হয়েছে মিউজকি লাইভ ওয়ার্ল্ডওয়াইডে।
ডা. মো. মুরাদ হাসান অ্যালবামটি সম্পর্কে বলেন, বঙ্গবন্ধুর নির্মম পাশবিক হত্যাকাণ্ড স্মৃতিকে স্মরণ করে তরুণ প্রজন্মের কাছে পৌঁছানোর যে প্রয়াস নিয়েছে এর জন্য কৃতজ্ঞতা জানাই। গানটির রচয়িতা নাহার আহমেদ বলেন, বঙ্গবন্ধুকে হৃদয়ে লালন করে তার হত্যাকান্ড নিয়ে আমি গান রচনা করতে পেরে গর্বিত। শুধু আমার নয় বাঙালি জাতির বুকে ক্ষত সৃষ্টি করেছে তার হত্যাকান্ড।
এই ঘটনা তরুণ প্রজন্মের সকলের কাছে তুলে ধরার লক্ষে আমার এই গান। গানের মোড়ক উন্মোচনের পূর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী ড. বায়তুন নাহার, রোকেয়া হাসিনা ও সংস্কৃতি বিকাশ কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক লিয়াকত আলীসহ আরো অনেকে।
Leave a Reply