কামরাঙ্গীরচরে ৫০ লক্ষাধিক টাকার জাল নোটসহ গ্রেফতার ৬
আপডেট সময়
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯, ৭.৩১ পিএম
৬০৩
বার পড়া হয়েছে
রাজধানীর কামরাঙ্গীরচর থেকে ৫০ লক্ষ টাকার জাল নোট ও চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উওর বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ সাইফুল ইসলাম ওরফে রনি (৩১), মোঃ গিয়াস উদ্দিন (৩৬), মোঃ আজাহার আলী (৩৯), মোঃ আসিফ (২৭), মোঃ জীবন বেপারী (২৯) ও মোঃ ফোরকান (২৭)।
এ সময় তাদের হেফাজত হতে ৫০ লক্ষ টাকার জালনোটসহ জাল নোট তৈরীর কাজে ব্যবহৃত ২ টি ল্যাপটপ, ৪ টি কালার প্রিন্টার, ১ টি ফয়েল পেপার রোল, ৪ টি স্কিন প্রিন্টের ফ্রেম, ১ বান্ডিল কাগজ, ২ টি এন্টিকাটার, ২ টি স্টিলের স্কেল, ১৫ টি অব্যবহৃত কালির কৌটা ও ১০ টি প্রিন্টারের ব্যবহৃত রিফিল উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা উওর বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও প্রতিরোধ টিমের সহকারি পুলিশ কমিশনার শাহিদুল ইসলাম ডিএমপি নিউজকে বলেন, ২৫ নভেম্বর ২০১৯ বিকাল সাড়ে তিনটায় কামরাঙ্গীরচর থানার কামাল সাহেবের নির্মানাধীন এ্যাপার্টমেন্ট আরকে টাওয়ারে অভিযান পরিচালনা করে জাল টাকাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃত সাইফুলসহ চক্রটির সবাই মিলে দেশের বিভিন্ন স্থানে জাল টাকা বিস্তারের পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছিল। তারা প্রথম পাইকারী বিক্রেতার নিকট প্রতি লাখ জাল টাকা বিক্রয় করে ০৮-১০ হাজার টাকায়। পাইকারী বিক্রেতা ১ম খুচরা বিক্রেতার নিকট বিক্রয় করে ১২-১৫ হাজার টাকা, ১ম খুচরা বিক্রেতা ২য় খুচরা বিক্রেতার নিকট বিক্রয় করে ২৫-৩০ হাজার টাকায় এবং ২য় খুচরা বিক্রেতা মাঠ পর্যায়ে সেই টাকার মূল্য হয়ে যায় আসল টাকার সমান। মাঠ পযার্য়ে কর্মীরা বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পন্য/দ্রবাদি ক্রয় এর মাধ্যমে এই জালনোট বাজারে বিস্তার করে থাকে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির কামরাঙ্গীরচর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানান শাহিদুল ইসলাম।
Leave a Reply