যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা (NASA ) সোমবার,চাঁদের রৌদ্রোজ্জ্বল গওভরে পানির অস্তিত্ব নিশ্চিত করেছে।এতে এটাই প্রমাণিত হোল যে, আগে যেমন ভাবা হয়েছিল, তাঁর চাইতেও ব্যাপকভাবে রয়েছে চাঁদে পানির অস্তিত্ব। আগে শুধু চাঁদের ছায়াঘেরা, ভেজা পৃষ্ঠে পানির অস্তিত্ব পেয়েছিলেন বিজ্ঞানীরা।
নাসা জানায়, পানির এই উৎসের সন্ধানে ব্যবহার করা হয়েছিল একটি ৭৪৭ বিমানকে উড়ন্ত ল্যাবে রূপান্তরিত করে, ‘স্ট্রেটসফেরিক অবজার্ভেটরি ফর ইনফ্রারেড অ্যাস্ট্রোনমি’ বা SOFIA প্রযুক্তির ব্যবহার করে। পৃথিবী থেকে দৃশ্যমান, চাঁদের অন্যতম বৃহৎ ‘ক্লাভিউস’ গর্তে, বিজ্ঞানীরা ১২ আউন্স বোতল পরিমান পানির সন্ধান পান।
Leave a Reply