আবুল কাশেম: কুতুবদিয়া কুতুবদিয়া উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “আল-নূর একতা সংঘ” এর নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে সাবেক সভাপতি জিয়াউল হক জিয়া ও সাধারণ সম্পাদক পদে তারেক আজিজ,সাংগঠনিক সম্পাদক পদে আবু সাইদ, অর্থ সম্পাদক পদে শফিউল কাদের,ক্রীড়া সম্পাদক পদে আরফাত হোছাইন নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকালে উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের আল-নূর একতা সংঘের অস্থায়ী কার্যালয়ে সদস্যদের ভোটাভুটির মাধ্যমে তারা নির্বাচিত হয়।
সভাপতি হিসেবে জয়ী জিয়াউল হক জিয়া ৩০ ভোট এবং সাধারণ সম্পাদক তারেক আজিজ (২৫) ভোট, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ (৫৬) ভোট,অর্থ সম্পাদক(৩৫) ভোট,ক্রীড়া সম্পাদক আরফাত হোছাইন (৩৬) ভোট পেয়ে নির্বাচিত হন। উক্ত কমিটি আগামী ১ বছর পর্যন্ত মেয়াদ থাকবে।
নির্বাচন পরিচালনা করেন সংগঠনের উপদেষ্টা আব্দু শুক্কুর মানিক, আতিকুল্লাহ,মুজাহিদুল ইসলাম, মোহাম্মদ দেলোয়ার। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনার ক্ষেত্রে সংগঠনের সকল সদস্য ভূমিকা পালন করেন।
Leave a Reply