শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে গণঅভ্যুত্থান দিবসে ৭নং চিলারং বিএনপির র‌্যালি ও বিজয় মিছিল চন্দনকুটির ও এর রহস্যময় প্রকৃতি শুধু স্মরণ নয়,শহীদের ত্যাগ বাস্তবায়নের ডাক দিল: মেয়র ডা. শাহাদাত লক্ষ্মীপুরে জুলাই গণঅভ্যুত্থান শহীদ পরিবারের সম্মিলন নওগাঁ মাদ্রাসার জমি উদ্ধার, দোকানঘর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত নিজাম ও ভিপি আনছুর এর নেতৃত্বে রাংগুনীয়ায় ৫ আগস্টের বিজয় র‍্যালি অনুষ্ঠিত স্মার্টফোন পানিতে ভিজে গেলে যা করবেন চকবাজার ফুলতলা এখন কিশোর গ্যাংয়ের আয়ের হটস্পট, প্রশাসনের নীরবতা প্রশ্নবিদ্ধ রামপুরায় সেনাবাহিনীর নিয়মিত অভিযানে পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার ফিরছে শান্তি ও নিরাপত্তা নদী বাঁচাও, চন্দ্রঘোনা বাঁচাও—সরকারের হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর

ধানমন্ডি এলাকা থেকে অজ্ঞান ও মলম পার্টির ১০ সদস্য গ্রেফতার

  • আপডেট সময় মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০, ৬.২৫ পিএম
  • ২১৮ বার পড়া হয়েছে

রাজধানীর ধানমন্ডি মডেল থানা এলাকা থেকে অজ্ঞান ও মলম পার্টির ১০ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা রমনা বিভাগের ধানমন্ডি জোনাল টিম।

গ্রেফতারকৃতরা হলেন, মোঃ ফালান শিকদার (৫৫), মোঃ তোফাজ্জল হোসেন সুমন (২৪), মোঃ অনিক হোসেন (২৯), মোঃ মনির হোসেন (৩৬), মোঃ আল আমিন সরদার (২৮), মোঃ লোকমান (২২), মোঃ রিয়াজ শিকদার (২২), রিপন (৩২), মোঃ আলম (৩১) ও মোঃ সুমন (২৫)।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে অজ্ঞান করার কাজে ব্যবহৃত ৩টি স্প্রে, ৭টি মলমের কৌটা, ৪টি Zam-bak, ৫টি গুল ও ৩ প্যাকেট মরিচের গুড়া উদ্ধার করা হয়।

ধানমন্ডি জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ তরিকুর রহমান ডিএমপি নিউজকে জানান, সোমবার (৫ অক্টোবর) দুপুর ১:৪০ টায় সিটি কলেজের সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তিনি বলেন, গ্রেফতারকৃতরা ঢাকার বিভিন্ন থানা এলাকার যাত্রীবাহী বাসে উঠে সুযোগ বুঝে বাস যাত্রীদের চোখে মুখে মলম বা স্প্রে কৌশলে প্রয়োগ করে অজ্ঞান করে সর্বস্ব লুটে নিতেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে রাজধানীর ধানমন্ডি মডেল থানায় মামলা রুজু হয়েছে বলে তিনি যোগ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com