রংপুরে পৃথক স্থানে চালককে ছুরিকাঘাত করে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অটোরিকশার চালকেরা আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (৫ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে গংগাচড়া উপজেলার বড়াইবাড়ী-গঙ্গাচড়া রোডের বড়াইবাড়ী তেলের পাম্প-সংলগ্ন এলাকায় একটি ঘটনা ঘটে। একই ধরনের আরেকটি ঘটনা ঘটে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জের ইকরচালী এলাকায়।
এসব ঘটনার সত্যতা নিশ্চিত করে রংপুরের পুলিশ সুপার (এসপি) আবু সাইম বলেন, গঙ্গাচড়ার ঘটনায় আহত অটোরিকশাচালকের নাম ইউনুস আলী সুমন (৩৫)। তিনি ওই উপজেলার কোলকোন্দ ইউনিয়নের দক্ষিণ কোলকোন্দ ঘোনটারী গ্রামের আইয়ুব আলীর ছেলে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ছাড়া তারাগঞ্জের ইকরচালী এলাকার ঘটনায় আহত হয়েছেন অটোচালক মনির মিয়া। তাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান এসপি।
অটোচালক সুমন বলেন, নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার আনোয়ারমারী মাদরাসার চারজন ছাত্র নাকি পালিয়ে গেছিল। সেই ছাত্রদের এক অভিভাবক তাদের আবার মাদরাসায় নিয়ে যাবে বলে রংপুরের বাংলাদেশ ব্যাংক মোড় থেকে আমার অটোরিকশা ভাড়া করে দেন এক সিএনজিচালক। ভাড়া নিয়ে আমি আনোয়ারমারীর উদ্দেশে রওনা হই। রাত গভীর হওয়ায় গঙ্গাচড়া বাজারে এসে ছোট ভাই জিহাদকে সঙ্গে নিয়ে আনোয়ারমারী যাই। পরে আনোয়ারমারীতে তাদের নামিয়ে দিয়ে বাড়ির উদ্দেশে রওনা হই।
পথিমধ্যে উপজেলার বড়াইবাড়ী তেলের পাম্প পার হলে ফাঁকা স্থানে রাস্তায় কলাগাছ ফেলে আমাদের পথ আটকে দেয় ছয়-সাতজনের একটি ডাকাত দল। সে সময় আমার অটো ভাড়া করে দেওয়া ওই সিএনজিচালক রংপুর থেকে বড়াইবাড়ীর উদ্দেশে যাচ্ছিলেন। আমার সামনে তার সিএনজিচালিত অটোরিকশা আটকিয়ে কী যেন কথা বলে ডাকাতেরা তাকে ছেড়ে দেয়। পরে আমাদের দুই ভাইকে বেধড়ক মারধর এবং আমাকে মাথায় ও চোখের ওপরের অংশে ছুরিকাঘাত করে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায় তারা। ছোট ভাই জিহাদের সঙ্গে থাকা মোবাইল ফোন দিয়ে বাসায় ফোন দিলে আমার বাবা, চাচা, ভগ্নিপতি আমাদের উদ্ধার করে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
আরেক অটোচালক মনির জানান, রাত আড়াইটার দিকে রংপুর থেকে দুই যাত্রী নিয়ে তারাগঞ্জে ফিরছিলেন। এ সময় ইকরচালি বাজারে পৌঁছানোর আগেই ৫ থেকে ৬ জনের ছিনতাইকারী দল তার অটোটি আটক করে। পরে তার হাতে ছুরিকাঘাত করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। তারা যাত্রী দুজনকেও মারধর করে বলে জানান মনির।
এ বিষয়ে এসপি আবুস সাইম বলেন, ‘ঘটনা দুটি আমরা জেনেছি, তারা মামলা দিলে আমরা ব্যবস্থা নেব। এ ছাড়া ছিনতাইকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’



 
							
							 
                    







 
										 
										 
										 
										 
										
Leave a Reply