এ আর আহমেদ হোসাইন (দেবীদ্বার-কুমিল্লা)প্রতিনিধি:
কুমিল্লা দেবীদ্বার রাজামেহার ইন্জিনিয়ার মন্জুরুল আহসান মুন্সী আদর্শ কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মো: শরীফ উদ্দিন আহমেদ আমেরিকান ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ক্যালিফোর্ণিয়া(ইউ.এস.এ) হতে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
তার গবেষনার শিরোনাম ছিল The Importance of being Ashek a Rasul Hazrat Mohammad (peace be upon him) in the society. গত ২৪সেপ্টেম্বর ওই বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড.ফিলিপ ডাব্লিউ রানডেল ও অধ্যাপক ড.আরসাম কুদরত -এ খোদা’র উপস্থিতির মধ্যে দিয়ে বিভিন্ন জেলার মোট আট জন কে ওই সন্মাননার সনদ প্রদান করা হয়। এর মধ্যে কুমিল্লা দেবীদ্বার ইন্জিনিয়ার মন্জুরুল আহসান মুন্সী আদর্শ কলেজ’র ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মো: শরীফ উদ্দিন আহমেদ ওই পিএইচডি ডিগ্রি লাভ করতে সক্ষম হন। তিনি কুমিল্লা- ৪০৮ বাদুর তলা মরহুম আলহাজ্ব ফরিদ উদ্দিন আহমেদ ও তার সহধর্মীনি নূরজাহান বেগামের চতুর্থ পুত্র। কমিশনার হেলল উদ্দিন ও ইন্জিনিয়ার জামাল উদ্দিন আহমেদ’র ছোট ভাই।
Leave a Reply