বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নওগাঁয় বৈধ জমির মালিকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে অন্তঃসত্ত্বা তরুণীর বিয়ে চাপ, গুলি করে হত্যা ট্রান্সপোর্ট মালিকের প্রতারণার খপ্পড়ে ধান বেপারীর মাথায় হাত জুলাই বিপ্লবের গ্রাফিতি থাকছে ৫০০ ও ১০০০ টাকার নোটে ছারছীনা দরবার শরীফের পীর ছাহেবের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরের সৌজন্য সাক্ষাৎ পিরোজপুরে মাদকমুক্ত অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ নওগাঁ জেলায় রাণীনগরে ট্রেনে কাটা পড়ে বাবা-মেয়ের মৃত্যু আয়ারল্যান্ডকে বাংলাওয়াশ করেই ছাড়ল বাংলাদেশ বকেয়া বিদ্যুৎ বিলের জন্য চাপ দিচ্ছে ত্রিপুরা বাংলাদেশ নিয়ে মমতার বক্তব্যের কড়া প্রতিক্রিয়া পররাষ্ট্র উপদেষ্টার

নোয়াখালীতে পাশবিক নির্যাতন করে হত্যার দু’বছর:  আজও চোখের পানি শুকায়নি ইতির মা বাবার!

  • আপডেট সময় রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯, ৮.৫৮ পিএম
  • ৩১০ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ,নোয়াখালী ঘুরে এসে:
আদরের ছোট কন্যা ইতিকে হারিয়ে বাবা-মা দুজনেই পাগলপ্রায়। চোখে ঘুম নেই, ঘরদোরে মন নেই, স্থির থাকতে পারেন না কেউ-ই। এমনকি খাওয়া-দাওয়াতেও প্রচুর অনীহা। দিনমজুর বাবা গোলাম মাওলা ছন্নছাড়া জীবন অতিবাহিত করছেন। এখনো বুকের সোনামানিককে খুঁজে ফিরছেন। দু চোখে জল ঝরতে ঝরতে মায়ের চোখ দৃষ্টিহীন হয়ে পড়ছে।
ইতি আক্তার, ৯ বছরের একটি নিষ্পাপ মেয়ে।দক্ষিণ মমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। লেখাপড়া ভালো ছিল। সবার মন জয় করে নিতে পারত এক নিমিষেই। ৬ বোনের মাঝে সবার ছোট ইতি। বাবা গোলাম মাওলা দিনমজুর। ৬ বোনের মধ্যে ৪জনের বিয়ে হয়েছিল। বাড়ীর দহলিজেই স্কুল।ইতিকে পাশবিক নির্যাতনের পর হত্যা করে মাটিচাপা দেয় হত্যাকারীরা। ঘটনাটি নোয়াখালী জেলার চাটখিল উপজেলার শাহপুর ইউনিয়নের দক্ষিণ মোমমিনপুর গ্রামের আলোচিত ঘটনা ২০১৭ সালের ১৮ নভেম্বরের। যা নিয়ে তৎসময়ে সোমপাড়া সাহাপুর বশিকপুর শ্যামপুর ও ঢাকার জাতীয় প্রেসক্লাব চত্বরে এমনকি দেশের বিভিন্ন স্থানে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। ইতি মাকে খুঁজতে বাড়ীর পাশে রাস্তায় এলে নিখোঁজ হয় বলে তার বাবা গোলাম মাওলা জানান। নিখোঁজের তিনদিন পর বাড়ির পাশের একটি পরিত্যক্ত ভিটি থেকে মাটিচাপা অবস্থায় ইতির লাশ উদ্ধার করা হয়।
ইতি হত্যার মামলায় (যার নং জিআর ২১৪৮/১৮) ৩ জন আসামি জেলহাজতে রয়েছে। তাদের মধ্যে জাবেদ হোসেন -পিতা আক্তার হোসেন, মোহাম্মদ রাফি- পিতা ইসমাইল হোসেন, মোঃ মিরাজ -পিতা মোহাম্মদ হোসেন তারা নির্যাতন পরবর্তী হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। বর্তমানে তারা জেল হাজতে রয়েছে।
‘তাদের আত্মীয়-স্বজন ইতির বাবা গোলাম মাওলাকে প্রায় সময় হুমকি-ধমকি দেয়, আপস মীমাংসা করে মামলা তুলে নেয়ার জন্য।’ সাংবাদিকদের কাছে গোলাম মাওলা এমনটি জানান কান্না জড়িত কন্ঠে।
গোলাম মাওলা বলেন -‘আমি গরিব মানুষ, যারা আমার মেয়েকে নির্যাতন করে মেরে ফেলেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি যেন হয়। এভাবে আর কোন নিষ্পাপ মেয়েকে কোন পাষণ্ড নির্যাতনের সুযোগ যেন না পায়। আমি খুনিদের ফাঁসি চাই।’ বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তিনি।
উপস্থিত স্থানীয়রা একটাই দাবি করেন -হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। তারা যেন কিছুতেই আইনের ফাঁক-ফোকর দিয়ে বেরিয়ে আসতে না পারে, তাদের কঠিন শাস্তি হলে আর কোন বখাটে কোন নিষ্পাপ মেয়ের দিকে কুদৃষ্টিতে তাকাতে পারবেনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com