মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাত কলেজের স্নাতক চতুর্থ বর্ষের পরীক্ষা স্থগিত সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন নাটকে অভিনয় করছেন ডা. সাবরিনা কবি নজরুল শহিদ সোহরাওয়ার্দী কলেজ বন্ধ ঘোষণা ইসরাইলি হামলার সমুচিত জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে ইরান : আলী লারিজানি সংঘর্ষে না জড়িয়ে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান সরকারের পাবনায় নেতাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত ডেমরার মাহবুবুর রহমান মোল্লা কলেজে ভাঙচুর বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন প্রকল্পের আওতায় স্পট লোন পেলেন সিলেটের সিএমএসএমই উদ্যোক্তারা

একাদশ শ্রেণীর ভর্তি ফি সরকারিভাবে পরিশোধ করার দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

  • আপডেট সময় সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০, ১১.০৮ এএম
  • ২৮৮ বার পড়া হয়েছে

মোস্তাফিজুর রহমান চট্টগ্রাম প্রতিনিধিঃ একাদশ শ্রেণীর ভর্তি ফি সরকার কর্তৃক পরিশোধ করার দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, চট্টগ্রাম নগর শাখা আজ চট্টগ্রামের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে মানববন্ধন ও বোর্ড চেয়ারম্যন বরাবর স্মারকলিপি প্রদান করেছে। বেলা ১১ টায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নগর শাখার সভাপতি আরিফ মঈনুদ্দিন, স্কুল বিষয়ক সম্পাদক এ্যানি চৌধুরী ও অর্থ সম্পাদক টুম্পা বড়–য়া। নেতৃবৃন্দ বলেন, “করোনা ভাইরাস মোকাবিলার লক্ষ্যে গত ১৮ মার্চ সারাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এরই মধ্যে বিগত ৩১ মে মাধ্যমিক সহ সমমানের সকল পরীক্ষার ফল প্রকাশিত হয়। চট্টগ্রামের প্রায় ১ লক্ষ ২২ হাজার শিক্ষার্থীসহ সারাদেশে প্রায় ১৭ লক্ষ শিক্ষার্থী মাধ্যমিক এবং সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়৷ আমরা প্রতি বছরই বলে আসছি চট্টগ্রামে চাহিদার অনুপাতে সরকারি কলেজের সংখ্যা নিতান্তই কম, সরকারি কলেজের মাত্রাতিরিক্ত স্বল্পতার সুযোগ নিয়ে ব্যবসায়িক উদ্দেশ্যে গড়ে উঠেছে অসংখ্য বেসরকারি কলেজ। এসব কলেজ কখনোই সরকারি সিদ্ধান্ত মোতাবেক ভর্তি ফি নির্ধারণ করে না, শুধুমাত্র ভর্তিকে কেন্দ্র করে কোটি কোটি টাকার ব্যাবসা করেন এসব প্রতিষ্ঠানের মালিকরা। নেতৃবৃন্দ আরো বলেন, এই মূহুর্তে বাংলাদেশ সহ সারাবিশ্ব এক মহা দূর্যোগ অতিক্রম করছে,এই অবস্থায় মানুষের নিত্যদিনকার আয় রোজগার কমেছে। শ্রমজীবি জনগণ অনেক কষ্টে দিনাতিপাত করছে। জীবনে একটু ভালো থাকার আশায় এবং উচ্চ শিক্ষার এত খরচের বহর দেখে অনেকেই মাধ্যমিক পাশ করা ছেলে সন্তানদের নানা ফুট-ফরমায়েশের কাজে পাঠিয়ে দিচ্ছেন,বিভিন্ন সংস্থা গুলোর রিপোর্ট বলছে, করোনাকালীন সময়ে কিশোরী মেয়েদের বাল্যবিবাহ দেওয়ার হার বেড়েছে নিম্ন আয়ের অঞ্চলগুলোতে। এতসবের মধ্যেও বেসরকারি কলেজগুলো শিক্ষার্থী-অভিভাবকদের কথা চিন্তা না করেই আগের বছর গুলোর তুলনায় বাড়াচ্ছে ভর্তি ফি। নেতৃবৃন্দ অবিলম্বে লক্ষ লক্ষ শিক্ষার্থীর বিপন্ন জীবন রক্ষার্থে একাদশ শ্রেণীর বোর্ড নির্ধারিত ভর্তি ফি সরকারিভাবে পরিশোধ এবং বিভিন্ন বেসরকারি কলেজ গুলো যাতে নির্ধারিত ফি বহির্ভুত বাড়তি অর্থ আদায় করতে না পারে, সে ব্যাপারে প্রশাসনের কড়া নজরদারির দাবি জানান। মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল গিয়ে বোর্ড চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com