” বিনোদন প্রতিবেদক : আল সামাদ রুবেলঃ রচনা- হামেদ হাসান নোমান পরিচালনা – মারুফ মিঠু চিত্রগ্রহণ – নাহিয়ান বেলাল সাদেক আলী একজন অঢেল অবৌধ সম্পদের মালিক। হটাৎ করেই গ্রামে এসে ত্রাণ দান দেয়ার শোডাউন শুরু করে। তার ত্রান দেয়ার শোডাউন শুধু সাংবাদিকদের সামনে। দুচার জনকে দিয়ে কয়েকটা ছবি তুলেই সমাপ্ত। রাস্তায় কোন বয়স্ক মানুষ দেখলে পায়ে হাত দিয়ে ছালাম করে। নিজেই রাস্তা ঝাড়ু দেয়। মানুষের মাথার বুঝা সে নিজে সবার সামনে মাথায় নিয়ে এগিয়ে দিতে যায়, সবই লোক দেখানো শো ডাউন। আর তার এই সহায় সম্পদ ও সরকারি নথিভুক্ত নয়। কেউ জানেনা তার আয়ের উৎস কি? তথাপি তার নেতা হওয়ার খায়েস মনে। এই ত্রাণ দানের উদ্দেশ্য সামনের নির্বাচনে সে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবে। তাই মিথ্যে দানবীর সেজে প্রাচার প্রোচারণায় নামে। আর বর্তমান চেয়ারম্যান এর নামে মিথ্যে বলতে থাকে। বর্তমান চেয়ারম্যান এর সাথে সাদেক আলীর দ্বন্দ্ব শুরু হয়। এভাবে আলচনায় এসে যায় সাদেক আলী। এমন শোডাউনের খবর দুদকের নজরে পরে। তাইতো দুদক কর্মকর্তা এনজিও কর্তা সেজে সাদেক আলীর কাছে যায়। সাদেক আলীর বুজতে পারেনা। তার সমস্ত খবর সংগ্রহ করতে দুদক কর্তা তার সাথে আছে। একদিন সব খবর সংগ্রহ করে সাদেক আলীকে পুলিশের কাছে হস্তান্তর করে। নাটকটি পুবাইল বিলবিলাতে শুটিং চলা কালে পরিচালক এর সাথে কথা বলে যানা গেলো। হাসির মাধম্যে গল্পটি এগিয়ে যাবে। সে আশাবাদী নাটকটি দর্শেক কাছে ভালো লাগবে। নাটকের অভিনেতা অভিনেত্রীরাও চেস্টা করছে চরিত্রের কাছাকাছি থাকতে। এই ঈদে আর টি ভি র অনুষ্ঠান নাটকটি অভিনয়ে সালাউদ্দিন লাভলু, উর্মিলা শ্রাবন্তী কর, প্রান রায়, জুলফিকার চঞ্চল, তারেক স্বপন, সামিয়া নাহি, প্রমুখ,
Leave a Reply