নিউজ ডেস্ক ঃ বরিশাল জেলার সদর উপজেলার কাউনিয়া থানার ০৩ নং কাগাশুরা ইউনিয়নের ০৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির উপর হামলার প্রতিবাদে বুধবার ( ১৫ ই জুলাই) বিকাল ০৪ ঘটিকায় হাসপাতাল রোডস্থ বরিশালের আঞ্চলিক পত্রিকা দৈনিক সত্য সংবাদ’র বার্তা ও বানিজ্যিক কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ পাঠ করেন আঃ ওয়াহিদ খানের পক্ষে তার ছেলে ফিরোজ খান মাসুদ। অভিযোগে উল্লেখ্য যে, বিগতদিন থেকে চাচাতো ভাইর সাথে জমিজমা নিয়ে বিরোধিতা চলে আসছিলো ও মামলা চলছে বর্তমানে, এই মামলার রায় ১৯৯৮ সালে আমি মোঃ আঃ ওয়াহিদ খান রায় পাই, কোটের রায় পাওয়ার পরেও তারা নানান ধরনের হুমকি ধামকি দিয়ে আসছে, এবং জোরপূর্বক জমি দখল করে বসত ঘর তৈরি ও ভোগ দখল করে আসছে, এরই মধ্যে ৪-৫ দিন পূর্বে তারা গাছ কাটতে আসে, এক পর্যায়ে আমি আঃ ওয়াহিদ খান গাছ কাটার স্থানে গিয়ে বাধা দেই, বাধা দিতে গেলে আমার উপর হামলা করে, এবং এক পর্যায়ে তারা আমাকে মারধর করে। তখন আমার ছেলের বউ মোসাঃ তাসলিমা বেগম তার উপরও তারা হামলা করে ও মারধর করে। এমতবস্থায় আমি কাউনিয়া থানায় ১৩/০৭/২০২০ ইং তারিখ রোজ সোমবার একটি সাধারণ ডায়েরি করি, যাহার ডায়েরি নং হলো ৪১৭। কাউনিয়া থানায় সাধারণ ডায়েরি করার পূর্বে এস আই গোবিন্দ উল্লেখিত স্থানে গিয়ে তদন্ত করে আসেন। এবং এই ঘটনার সত্যতা যাচাই করেন। আমার সাথে যাদের বিরোধিতা চলে আসছে, মানিক খান, পিতা মৃত, আঃ রশিদ খান, কাজল খান, পিতা মৃত আঃ রশিদ খান, আনিছ মৃধা, পিতা মৃত আঃ ওয়াহিদ মৃধা, রুহুল আমিন, পিতা ঃ আনিছ মৃধা, হোসনে আরা বেগম, স্বামী, মৃত বাদশা খান, রেহানা বেগম( পিপুল), স্বামী আনিছ মৃধা, রহিমা বেগম, স্বামী মানিক চান, ও অজ্ঞাত ৫-৬ জন।
Leave a Reply