সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০৯:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
রেলপথ মন্ত্রণালয়ের লোকোমোটিভ ক্রয়ে তদন্ত কমিটি গঠন  পরিবারসহ শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির তিন মামলার সাক্ষ্যগ্রহণ শুরু আগামীকাল গণঅভ্যুত্থানের সময় পুলিশের লুট হওয়া অস্ত্রের সন্ধান দিলে পুরস্কার : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশে মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা ভোট ১১ সেপ্টেম্বর গত বছরের ছাদের কার্নিশে ঝুলন্ত যুবককে গুলি: ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ঠাকুরগাঁওয়ে গণঅভ্যুত্থান দিবসে ৭নং চিলারং বিএনপির র‌্যালি ও বিজয় মিছিল চন্দনকুটির ও এর রহস্যময় প্রকৃতি শুধু স্মরণ নয়,শহীদের ত্যাগ বাস্তবায়নের ডাক দিল: মেয়র ডা. শাহাদাত লক্ষ্মীপুরে জুলাই গণঅভ্যুত্থান শহীদ পরিবারের সম্মিলন

মারা গেছেন মাধুরীদের গুরু সরোজ খান

  • আপডেট সময় শুক্রবার, ৩ জুলাই, ২০২০, ৪.৩৪ পিএম
  • ৩৬৯ বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদক , আল সামাদ রুবেল: মাধুরী দীক্ষিত, শ্রীদেবী থেকে শুরু করে বলিউডের সব বড় তারকাই তাঁর শিষ্য। বলিউডের অসংখ্য সুপারহিট গানের সঙ্গে তিনি জড়িয়ে আছেন নৃত্য নির্দেশক ও কোরিওগ্রাফার হিসেবে। জনপ্রিয় তারকারা তাঁকে গুরু হিসেবেই মানতেন, জানতেন।
গতকাল বৃহস্পতিবার রাতে ৭১ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন সরোজ খান। এ সঙ্গে শেষ হয়ে গেল বলিউডের নৃত্যের এক সোনালি যুগ।
ইরফান খান ও ঋষি কাপুরের মৃত্যু, সুশান্ত সিং রাজপুতের অকালে চলে যাওয়া, ওয়াজিদ খানের অকালমৃত্যুতে এমনিতেই বিষণ্নতা ছিল বলিউডে; তার মধ্যে গত ১৭ জুন সরোজ খানের হাসপাতালে ভর্তি হওয়ার খবরে অনেকেই চিন্তায় পড়ে যান। সরোজ খান অবশ্য মাঝে কিছুটা সুস্থও হয়েছিলেন। চিকিৎসা চলছিল। কোভিড–১৯–এর পরীক্ষা করা হয়েছিল, সেটি নেগেটিভ আসে। তবে শ্বাসকষ্ট ছিল। তাঁকে পুরোপুরি সুস্থ করার প্রস্তুতি চলছিল। তবে গতকাল দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সব চেষ্টা ব্যর্থ করে তিনি শেষবারের মতো নিশ্বাস ফেললেন পৃথিবীর বাতাসে।
যার ফলে আবারও শোকের ছায়া বলিউডে। শেষ রাতে টুইটারে খবরটি জানিয়েছেন অক্ষয় কুমারসহ বেশ কয়েকজন তারকা। সরোজ খানের মৃত্যুর খবরটি প্রকাশ করেছে এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দুস্থান টাইমস, টাইমস অব ইন্ডিয়াসহ বেশ কিছু ভারতীয় সংবাদ সংস্থা।
সরোজ খানের পরিবারে রয়েছেন তাঁর স্বামী, ছেলে এবং দুই মেয়ে। ১৯৪৮ সালের ২২ নভেম্বর মুম্বাই শহরে জন্ম তাঁর। তাঁর আসল নামছিল নির্মলা নাগপাল। মাত্র তিন বছর বয়সে শিশুশিল্পী হিসেবে বলিউডে তাঁর ক্যারিয়ারের শুরু। ১৯৫০-এর দশকে তিনি যোগ দেন নৃত্যশিল্পী হিসেবে। দীর্ঘ সময় কাজ করেছেন তৎকালীন প্রখ্যাত কোরিওগ্রাফার বি সোহনলালের সঙ্গেই। তাঁকেই তিনি আজীবন নিজের গুরু মেনে এসেছেন। স্বাধীন কোরিওগ্রাফার হিসেবে তাঁর কাজ শুরু ১৯৭৪ সালে ‘গীতা মেরা নাম’ ছবি দিয়ে।
মাধুরী দীক্ষিতসহ বলিউডে বড় বড় তারকাই সরোজ খানের শিষ্য।
মাধুরী দীক্ষিতসহ বলিউডে বড় বড় তারকাই সরোজ খানের শিষ্য। তবে তাঁর ক্যারিয়ারের পারদ ওপরে ওঠে শ্রীদেবী ও মাধুরী দীক্ষিতের সঙ্গে কাজের পরই। ১৯৮৭ সালে ‘মিস্টার ইন্ডিয়া’, ১৯৮৬ সালের ‘নাগিনা’, ১৯৮৯ সালে ‘চাঁদনি’, ১৯৮৮ সালে ‘তেজাব’ এবং ১৯৯০ সালে ‘থানেদার’ ছবি তাঁকে বলিউডে প্রতিষ্ঠা দেয়। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘হাম দিল দে চুকে সানম’, ‘দেবদাস’, ‘জাব উই মিট’–এর মতো ছবির নাচের দৃশ্যও তাঁর নির্দেশনায় সফল হয়েছে।
শ্রীদেবী থেকে মাধুরী দীক্ষিত, ঐশ্বর্য রাই বচ্চন থেকে শুরু করে জ্যাকলিন ফার্নান্দেজ কিংবা কারিনা কাপুর খান, বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের সঙ্গে কাজ করেছেন সরোজ খান। বহু বছরের বিরতির পর ফের তিনি তাঁর পছন্দের অভিনেত্রী মাধুরী দীক্ষিতের সঙ্গে কাজ করেন ছবিতে। ‘কলঙ্ক’ ছবির একটি গানে মাধুরীর কোরিওগ্রাফার হিসেবে কাজ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com