শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:৫৬ অপরাহ্ন

চীনে শুল্কমুক্ত কোটামুক্ত ভাবে প্রবেশের সুবিধা পাবে বাংলাদেশ

  • আপডেট সময় শুক্রবার, ১৯ জুন, ২০২০, ৬.৫৯ পিএম
  • ৬০২ বার পড়া হয়েছে

চীন বাংলাদেশকে ৯৭ ভাগ পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত ও কোটামুক্ত বাণিজ্য সুবিধা দেওয়ার ফলে সেদেশে বাংলাদেশের রপ্তানি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে বলে আশা করছে বাণিজ্য মন্ত্রণালয়।

চীন এ সুবিধা দেওয়ায় বাংলাদেশের পক্ষ থেকে চীনকে কোনো ধরনের বাড়তি সুবিধা বা ছাড় দিতে হবে না বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

আজ শুক্রবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়েছে, চীন ১৪০ কোটি জনসংখ্যার একটি বিশাল সম্ভাবনাময় বাজার। অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে এ দেশের জনগণের ক্রয়ক্ষমতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। একইসঙ্গে উৎপাদন ব্যয়ও বৃদ্ধি পাচ্ছে। চীনের বাজারে ৯৭ ভাগ পণ্যে শুল্কমুক্ত কোটামুক্ত প্রবেশাধিকার সুবিধা পেলে তৈরি পোশাকসহ বাংলাদেশের রপ্তানি সক্ষমতা সম্পন্ন প্রায় সব পণ্য চীনে শুল্কমুক্ত কোটামুক্তভাবে প্রবেশের সুবিধা পাবে। ফলে চীনে রপ্তানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশা করা যায়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, চীন বাংলাদেশের সর্ববৃহৎ বাণিজ্য অংশীদার। গত ২০১৮-১৯ অর্থ বছরে চীন থেকে বাংলাদেশে আমদানির পরিমাণ ছিল প্রায় ১২ বিলিয়ন মার্কিন ডলার। যার বিপরীতে বাংলাদেশের রপ্তানির পরিমাণ ছিল বিলিয়ন মার্কিন ডলারের নীচে।

বাংলাদেশের রপ্তানি বৃদ্ধির মাধ্যমে চীনের সঙ্গে বাণিজ্য বৈষম্য কমিয়ে আনার লক্ষ্যে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সার্বিক দিক-নির্দেশনায় এবং বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীনের নেতৃত্ব বাণিজ্য মন্ত্রণালয় উদ্যোগ গ্রহণ করে। এ লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে চীনের সঙ্গে বিনিময়পত্র স্বাক্ষর করে। এ ছাড়া স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলায় বাণিজ্য মন্ত্রণালয় বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি ও অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি স্বাক্ষরের পদক্ষেপ গ্রহণ করেছে।

দীর্ঘ নেগোসিয়েশনের পর গত ১৬ জুন চীন বাংলাদেশকে শর্তহীনভাবে সর্বমোট আট হাজার ২৫৬টি পণ্যে শুল্ক-মুক্ত ও কোটা-মুক্ত প্রবেশাধিকার সুবিধা প্রদান করে আদেশ জারি করে। এর ফলে চীনের বাজারে বাংলাদেশের সব সম্ভাবনাময় পণ্য শুল্কমুক্ত কোটামুক্ত প্রবেশাধিকার সুবিধা পাবে যা আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে।

চীন বিশ্ব বাণিজ্য সংস্থার আওতায় একপাক্ষিকভাবে স্বল্পোন্নত দেশসমূহকে এ সুবিধা প্রদান করায় বাংলাদেশকে এর বিপরীতে কোনো ছাড় দিতে হবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com