বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিরিজ ভূমিকম্পে কাঁপলো তুরস্ক পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহেরাজ ইসলাম গ্রেপ্তার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের দায়ে ৩৭ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার স্ট্যান্ডার্ড চার্টার্ড ও বিমান বাংলাদেশের যৌথভাবে চালু করলো প্রথম আঞ্চলিক ট্রেজারি সেন্টার ভারতের কাশ্মীরে হামলাকারীদের সম্বন্ধে যা জানা যাচ্ছে কাউখালীতে স্বাস্থ্য কমপ্লেক্সে ভবন নির্মাণ কাজে অনিয়মের অভিযোগে ১৭ বছর পর দুদকের মামলা ইসরায়েলের সমুদ্র উপকূলে হাঙ্গরের বিরল হামলার পর একজন নিখোঁজ ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসার মাধ্যমে জীবন বদলে ফেলার ওপর জোর দিলেন প্রধান উপদেষ্টা পিরোজপুরে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের ৬ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে আওয়ামীলীগের ৫ নেতাকে আটক করেছে পুলিশ

মাদারীপরে পিসিআর ল্যাব স্থাপনের দাবি।

  • আপডেট সময় রবিবার, ১৪ জুন, ২০২০, ৬.৫২ পিএম
  • ৯৩০ বার পড়া হয়েছে

রাকিব হাসান, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরে দিন দিন পিসিআর ল্যাব স্থাপনের দাবি মাদারীপুরবাসীর । চলতি বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জন করোনা রোগী শনাক্ত হয়। তাদের মধ্যে একজন। দেশে করোনার কারনে মাদারীপুর জেলার শিবচর উপজেলাকে প্রথম লকডাউন ঘোষণা করা হয়। তাই এই করোনা ঝুঁকির এড়ানোর বিবেচনায় মাদারীপুরে করোনা টেস্টের জন্য পিসিআর ল্যাব স্থাপনের দাবি জানিয়েছে মাদারীপুরের বিভিন্ন শ্রেণির পেশার মানুষ। পিসিআর ল্যাব স্থাপনের দাবি দিন দিন গণদাবিতে পরিণত হচ্ছে। মাদারীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি মাসুদ পারভেজ বলেন, এখন সারাদেশে করোনা ভাইরাস সংক্রমিত হয়েছে। আমাদের মাদারীপুরে করোনার বিস্তার ব্যপক হারে ছড়িয়েছে। মাদারীপুর জেলাতে করোনা শনাক্তের জন্য পিসিআর ল্যাব না থাকায় নমুনা সংগ্রহ করে ঢাকাতে পাঠাতে হয়। এই রিপোর্ট আসতে এক সপ্তাহ সময় লেগে যায়। এর মধ্যে কোন ব্যক্তি করোনা সংক্রমিত হলো কিনা জানা যাচ্ছে না। এর মধ্যে কোন ব্যক্তি করোনা সংক্রমিত হলো কিনা জানা যাচ্ছে না। ফলে আক্রান্ত ব্যক্তির আইসোলেশন বা চিকিৎসার সুযোগও তৈরি হচ্ছেনা। এতে আক্রান্ত ব্যক্তি যেমন ঝুঁকিতে পড়েন। কখনো বা মারা যায়। তেমনি অন্যদের মাঝে রোগটির সংক্রমন বেরে যায়। তাই অনতিবিলম্বে মাদারীপুরে পিসিআর ল্যাব স্থাপনের দাবি করছি। মাদারীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক বেলাল রিজভী জানান, মাদারীপুর দিন দিন করোনা রোগীর সংখ্যা বেড়ে চলেছে। রেড জোন হিসেবে চিহ্নিত মাদারীপুর জেলা। মাদারীপুরে একাধিক করোনা রোগী উপসর্গ নিয়ে মারা যাওয়ার ৩/৪দিন পরে জানা গেছে তারা করোনা পজেটিভ ছিলেন। এতে করে সাধারণ মানুষের মাঝে সংক্রমন বেড়েছে। এছাড়াও জেলার ৪টি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে সোয়াব দেবার জন্য করোনা রোগীদের ভিড় দিন দিন বাড়ছে। সংগ্রহ করা সোয়াব ঢাকায় পাঠিয়ে ফলাফল জানতে বেশ সময় লাগছে। অনেক সময় পেন্ডিং অবস্থায় থাকছে রিপোর্ট, তাই রোগীদের চিকিৎসা, আইসোলেশন ও কোয়ারেন্টে সময় মত রাখা যাচ্ছে না। দেখা যাচ্ছে কোন রোগী যদি করোনা আক্রান্ত হয়ে থাকেন রিপোর্ট আসার আগেই তিনি অন্যান্য লোকজনের সাথে মিশে করেনার সংক্রমন ঘটাচ্ছেন। তাই করোনা শনাক্তকরন পিসিআর ল্যাব স্থাপন খুব জরুরী। একই সাথে আইসিইউ স্থানের দাবিও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com