নিজস্ব প্রতিবেদকঃ-চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার ৩৯নং ওয়ার্ড টিসিবি ভবন হতে বন্দরটিলা আলী শাহ মসজিদ কবরস্থান ও নেভী হাসপাতাল গেইট পোড়া মাটি এলাকায় চলাচলরত ফুটপাত দখল করে টংদোকান বসিয়ে পুলিশের নামে তোলা হচ্ছে চাঁদা এবিষয়টি ডিসি ও ওসি কে একাধিক বার বলার পরেও ব্যবস্থা নেয়া হচ্ছে।
৭ মার্চ শুক্রবার দুপুরের এসব তথ্য জানা চলাচলরত পথচারীরা।
এবিষয়ে চলাচলরত এক পথচারীর কাছে জানতে চাইলে পথচারীরা সংবাদমাধ্যমকে বলেন,প্রতিদিন আসরের নামাজের পরপরই বন্দরটিলা ও পোড়া মাটি হতে দুটি কবরস্থানের সামনে ভাসমান টংদোকান বসিয়ে চলাচলের রাস্তা বন্ধ করেন।
পথচারীরা আরও বলেন,দোকান সরাতে বলা হলে টংদোকান মালিকরা বলেন প্রতিদিন পুলিশকে টাকা ব্যবসা করে আসতেছি আপনার সমস্যা থাকলে আপনি থানা পুলিশের মাথে কথা বলুন বলে জানান টংদোকান মালিকরা।
তিনি আরও বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের নজরদারি না থাকার কারণে ফুটপাত দখল করে অবৈধভাবে বসানো হয়েছে টংদোকান, চট্টগ্রাম সিটি করপোরেশন ও ইপিজেড থানা এই বিষয়টি জোরালো ভাবে কঠোর নজরদারি দেয়া হলে অতিশীঘ্রই এসব টংদোকান সরিয়ে নিবে বলে জানান তিনি।
এবিষয়ে টংদোকান মালিকদের কাছে জানতে চাইলে টংদোকান মালিকরা বলেন,রাস্তায় পুলিশকে টাকা দিয়ে ব্যবসা করে আসতেছি।আপনাি যদি কিছু বলতে চান থানা পুলিশের সাথে কথা বলুন।পুলিশ যদি চলে জেতে বলে আমরা দোকান নিয়ে চলে জাব বলে জানান টংদোকান মালিকরা।
এবিষয়ে চট্টগ্রাম বন্দর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ বদরুল আলম মোল্লার মুঠোফোনে একাধিকবার অবগত করার পরেও কোন ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায়নি।
Leave a Reply