চাঁদপুরে কচুয়ায় নিখোঁজের চার দিন পর পানি সেচের মেশিনের সঙ্গে হাত-পা বাঁধা অবস্থায় আতিক মজুমদারের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) বিকালে উপজেলার সাচার ইউনিয়নের ঘোগড়ার বিলের একটি মৎস প্রকল্প থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আতিক মজুমদার (২৫) বজুরীখোলা গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল মতিন মজুমদারের ছেলে।
জানা যায়, মৎস প্রকল্প থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন আতিক। বিভিন্ন জায়গায় অনেক খুঁজেও পাওয়া যায়নি তাকে। পরে বুধবার (১১ ডিসেম্বর) আতিকের বাবা আব্দুল মতিন বাদী হয়ে কচুয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর ভিত্তিতে রায়হান নামে মৎস প্রকল্পের এক কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
আতিকের বাবা ইউএনবিকে বলেন, ‘আতিক সোমবার (৯ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে ফোনে আমাকে জানায় আমি বাড়ি আসছি। কিন্তু কিছুক্ষণ পর তার মোবাইল বন্ধ পাওয়া যায়। পরে জানতে পারি কে বা কারা আমার ছেলেকে হত্যা করে লাশ মৎস প্রকল্পে ফেলে চলে গেছে।’
ছেলের হত্যাকারীদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. আবদুল হালিম ইউএনবিকে বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
-ইউএনবি
Leave a Reply