শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় ৫জন যাত্রী নিহত ইংরেজি নববর্ষে আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকার আহ্বান ভোটার হওয়ার বয়স ১৭ বছর নির্ধারিত হওয়া উচিত : ড. মুহাম্মদ ইউনূস জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবগঠিত কমিটির বিরুদ্ধে পদবঞ্চিতদের স্মারকলিপি লক্ষ্মীপুরে শ্রমিক গণজমায়েত অনুষ্ঠিত মারা গেছেন পল্লীকবি জসীম উদ্দীনের মেজ ছেলে ব্যাংক ডাকাতির মত ঘটনা যেন আর না ঘটে : মোমিন মেহেদী ফরিদপুরের পূর্ব ট্পােখোলা হতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী আটক ফরিদপুরে আওয়ামী লীগ-বিএনপির সমর্থকদের সংঘর্ষ, আহত ২০ তালতলী সাংবাদিক ঐক্যজোটের কমিটি গঠন, জোবায়ের সভাপতি মাসুম সম্পাদক

রূপগঞ্জে গাজী টায়ারসে আগুনের ঘটনায় নিখোঁজরা কেউ কারখানার শ্রমিক নয়

  • আপডেট সময় সোমবার, ২১ অক্টোবর, ২০২৪, ৭.৪৬ পিএম
  • ৩১ বার পড়া হয়েছে

রূপগঞ্জে গাজী টায়ারসে আগুনের ঘটনায় নিখোঁজ হিসেবে যাদের নাম তদন্তে এসেছে তারা কেউ কারখানার শ্রমিক বা কর্মচারী নয় বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।  এতে বলা হয়, ‘গাজী টায়ারসে আগুন : প্রতিবেদনেও নিখোঁজ ১৮২, ধামাচাপার অভিযোগ’ শীর্ষক সংবাদটি জেলা প্রশাসন নারায়ণগঞ্জের দৃষ্টিগোচর হয়েছে।  সংবাদে অগ্নিকাণ্ডে নিখোঁজদের বিষয়টি ‘ধামাচাপা’ দেওয়ার যে অভিযোগ করা হয়েছে তা সঠিক নয়। কারণ জেলা প্রশাসনের গঠিত আট সদস্যবিশিষ্ট কমিটির প্রতিবেদনেও নিখোঁজ ব্যক্তিদের বিষয় এসেছে। নিখোঁজ হিসেবে যাদের নাম তদন্তে এসেছে তারা কেউ কারখানার শ্রমিক বা কর্মচারী নয়।

বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসক বলেন, গাজী টায়ারস কর্তৃপক্ষ লিখিতভাবে জানিয়েছেন তাদের কোনো শ্রমিক কর্মচারী নিখোঁজ নেই। কারণ ৫ আগস্টের পর কারখানা বন্ধ ছিল। এছাড়া নিখোঁজ হিসেবে যাদের নাম এসেছে তাদের অনেকে দেশের বিভিন্ন জেলার বাসিন্দা এবং অনেকের ঠিকানা অসম্পূর্ণ। অগ্নিকাণ্ডের ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনা এবং নিখোঁজ ব্যক্তিগণ কী কারণে গাজী টায়ারসে গিয়েছিল সামগ্রিক বিষয়াবলি পুলিশের তদন্তাধীন রয়েছে। একই সাথে নিখোঁজ ব্যক্তিদের তথ্যাদিও পুলিশ যাচাই-বাছাই করছে।

গত ২৫ আগস্ট অগ্নিকাণ্ডের ঘটনার পাঁচদিন পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে বিধ্বস্ত ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় ফায়ার সার্ভিস একাধিকবার চেষ্টা করেও উদ্ধার অভিযান পরিচালনা করতে পারেনি। পরবর্তীতে বুয়েটের বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করে বিধ্বস্ত ভবন অতি ঝুঁকিপূর্ণ বিবেচনায় উদ্ধার অভিযান পরিচালনা করা সম্ভব নয় বলে অভিমত দেন। এ কারণে সম্পূর্ণভাবে উদ্ধার অভিযান পরিচালনা করা সম্ভব হয়নি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বুয়েটের বিশেষজ্ঞ টিমের ঝুঁকিপূর্ণ ঘোষণার পরও গণশুনানি চলাকালীন গত ১ সেপ্টেম্বর, বিধ্বস্ত ভবনের ভেতর থেকে দুটি  মাথার খুলি ১২টির মতো হাড়গোড় পাওয়া যায়, যা ফরেনসিক রিপোর্টের জন্য সিআইডিতে পাঠানো হয়েছে। স্বজনদের পক্ষ থেকে নিখোঁজের যে অভিযোগ করা হয়েছে তা পুলিশ তদন্ত করছে এবং তদন্তের মাধ্যমে অচিরেই নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে প্রকৃত ঘটনা জানা যাবে । সুতরাং অগ্নিকাণ্ডে নিখোঁজের ঘটনা ধামাচাপা দেওয়ার বিষয়টি আদৌ সঠিক নয়।

গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজী বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ছিলেন। তিনি রূপগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য। ক্ষমতার পালাবদলের পর গত ২৫ আগস্ট তাকে গ্রেপ্তার করে পুলিশ। সেদিন রাতেই একদল দুর্বৃত্ত কারখানাটিতে ব্যাপক লুটপাট চালিয়ে আগুন ধরিয়ে দেয়। আর এতে পুরোপুরি ধ্বংস হয়ে যায় কারখানাটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com