সিরাজগঞ্জের রায়গঞ্জে সংঘবদ্ধ ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. ডলার তালুকদারকে (৩৭) গ্রেপ্তার করেছে র্যাব-১২।
শুক্রবার (১১ অক্টোবর) ভোরে রায়গঞ্জ উপজেলার সরাইল গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১২’র বিএন কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট এম আবুল হাশেম সবুজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তার ডলার সিরাজগঞ্জ জেলা সদরের ডুমুর ইছা গ্রামের মৃত নায়েব আলীর ছেলে।
পরে সিরাজগঞ্জ সদর থানায় তাকে হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ডলার তালুকদারের বিরুদ্ধে গত মঙ্গলবার (১ অক্টোবর) কালিয়া হরিপুর গ্রামের একটি মুরগীর খামারের নারীশ্রমিককে ধর্ষণের অভিযোগ রয়েছে।
Leave a Reply