বিশেষ প্রতিনিধিঃ-চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে অনুষ্ঠিত হলো অনলাইন কথা ৭১ টিভির চতুর্থ বর্ষপূর্তি অনুষ্ঠান। বছরজুড়ে অন লাইন প্ল্যাটফর্মে মানুষের কাছে পৌঁছানোর অঙ্গীকার নিয়ে কাজ করে যাওয়া কথা ৭১ টিভি, এই বিশেষ দিনটি উদযাপন করল এক ভিন্নধর্মী আয়োজনের মধ্য দিয়ে।
অনুষ্ঠানের সূচনা হয় মঙ্গল প্রদীপ প্রজ্বালন এবং কেক কাটার মাধ্যমে। উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের উদ্বোধক, শিল্পপতি ও কথা ৭১ টিভির উপদেষ্টা রিয়াজ ওয়াইজ। সভাপতিত্ব করেন এডভোকেট শিমুল কুমার নাথ উপদেষ্টা কথা৭১ টিভি। সূচনা বক্তব্য প্রদান করেন সুমন সেন স্বাগত বক্তব্য রাখেন নিজ্জ্বল সাহা, অনুষ্ঠান পরিচালনা করেন দুর্জয়, অর্পিতা, পারমিতা, বনানী ও সোমা সরকার।
সহযোগিতা করেন জয়ন্তী দেবী, অর্ণব চৌধুরী, শ্রাবণ দে,সোমেন দাশ অংকিতা আচার্য, রুমা দাশ, অর্পিতা চৌধুরী, কৃষ্ণ দাশ,জয়ন্ত পাল রিপন আরো অনেকে।
অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন স্নিগ্ধা আচার্য, উপদেষ্টা, কথা ৭১ টিভি। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন লায়ন সুকান্ত বড়ুয়া বিপুল, চেয়ারম্যান, সৃষ্টি ফাউন্ডেশন। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রবীন সাহা (পরিচালক, অনলাইন ট্রান্সপোর্ট), কমলেন্দু শীল (সভাপতি, রাধা বিনোদ কেন্দ্রীয় পরিষদ) এবং সঞ্চায়ন নাথ (ফ্লাই ট্রিপ ট্রাভেল এজেন্সি)। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নীল রতন দাশগুপ্ত।
নানা আয়োজনের বৈচিত্র্য
অনুষ্ঠানে ছিল গুণীজন সম্মাননা স্মারক প্রদান, গান, কবিতা, নৃত্য এবং সুর ছন্দ বীণা প্রতিযোগিতা ২০২৪-এর পুরস্কার বিতরণ। ১৯টি স্কুলের শিক্ষার্থীদের মধ্য থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
শিশু শিল্পী পুরস্কার, গুণীজন সম্মাননা, সাদা মনের মানুষ এবং সাংবাদিক সম্মাননা-সহ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। অতিথিরা নিজ হাতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের বক্তব্য
কথা ৭১ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সজল কুমার নাথ বলেন, “এই অনুষ্ঠানটির সফল আয়োজনের জন্য কথা ৭১ টিভি পরিবারের সকল সদস্য এবং অংশগ্রহণকারীদের প্রতি আমি কৃতজ্ঞ। নতুন প্রজন্মের অবদান আমাদের এই সফলতার পেছনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।” তিনি আরও বলেন, “এই বর্ষপূর্তির মাধ্যমে আমরা আমাদের সাংস্কৃতিক, শিক্ষা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি। কথা ৭১ টিভি তার সম্প্রদায়ের জন্য কাজ করে যাওয়ার অঙ্গীকারে আরও শক্তিশালী।”
জমকালো এই আয়োজনের মধ্য দিয়ে কথা ৭১ টিভি তাদের চার বছরের যাত্রার উদযাপনকে একটি স্মরণীয় অধ্যায়ে রূপান্তরিত করেছে।
Leave a Reply