চট্টগ্রামের জেএম সেন হলের পূজা মণ্ডপে বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামিক চেতনার গান পরিবেশনে অংশগ্রহণকারী দুই যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১১ অক্টোবর) সকালে সিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপকমিশনার কাজী মো. তারেক আজিজ।
আটকরা হলো- তানজিমুল উম্মাহ মাদরাসার শিক্ষক শহিদুল করিম (৪২) ও দারুল ইরফান একাডেমির শিক্ষক মো.নুরুল ইসলাম (৪০)। এ ঘটনায় মামলা দায়েরের কাজ চলছে বলেও জানান তিনি।
তিনি বলেন, চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সজল দত্ত বৃহস্পতিবার রাতে মঞ্চে গান পরিবেশনের জন্য চট্টগ্রাম সাংস্কৃতিক একাডেমিকে অনুরোধ করেছিলেন।
অতিরিক্ত উপকমিশনার বলেন, অনুরোধে একাডেমির ছয়জন সদস্য দুটি গান পরিবেশন করেন এবং একটি গান হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে।
পুলিশ এখনও এই দলের অন্য সদস্যদের আটকের চেষ্টা করছেন। তারা হলেন- আব্দুল্লাহ ইকবাল (৩০), রনি (২৮), গোলাম মোস্তফা (২৭) ও মামুন (৩৬)।
তারা গেয়েছেন শাহ আবদুল করিমের বিখ্যাত গান ‘আগের কি সুন্দর দিন কাতাইতাম’ ও ‘শুধু মুসলিমের লগী আসেনিকো ইসলাম’। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, কেউ কেউ অপরাধীদের শিবিরের সদস্য বলে দাবি করেছেন, যদিও যুবকদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ভুয়া খবর, মিথ্যা এবং ভুল তথ্য খণ্ডনকারী স্বাধীন বাংলাদেশি ফ্যাক্ট-চেকিং ওয়েবসাইট গুজব স্ক্যানার নিশ্চিত করেছে যে ভাইরাল ভিডিওটি আসল এবং অসম্পাদিত।
চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম ঘটনাস্থলে ছুটে যান এবং বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে ছয় যুবককে গ্রেপ্তার করা হবে, যারা একটি পূজামণ্ডপে মঞ্চে উঠে একটি ইসলামিক গানসহ দুটি গান গেয়েছিল। তারা(শিল্পীরা) বলেছিল কেবল একটি দেশাত্মবোধক গান গাইবেন।
Leave a Reply