আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী ও খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দসহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় রোববার রাত পৌনে ১০টার দিকে তাদের আটক করা হয়।
মহেশপুরের খালিশপুর ৫৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ মো. আজিজুস শহীদ জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহল দল মহেশপুর উপজেলার শ্যামকুড় সীমান্ত এলাকায় ভবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছন দিয়ে অবৈধ পথে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দসহ চারজনকে আটক করে বিজিবি। এরমধ্যে একজন নারীও রয়েছেন।
নারায়ণ চন্দ্র চন্দকে আজ সোমবার সকালে মহেশপুর থানায় সোপর্দ করা হয় বলে জানান বিজিবি’র এ কর্মকর্তা।
Leave a Reply