মল্লিক জামাল ,স্টাফ রিপোর্টার:-বরগুনার তালতলীতে জেলা পরিষদের অধিনস্থ পুকুরে অবৈধ স্থাপনা অপসারণের দাবীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলার কড়ইবাড়িয়া বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা।
মানববন্ধনে বক্তারা বলেন, তলতলী উপজেলার কড়ইবাড়িয়া বাজারে জেলা পরিষদের আওতাধীন পুকুরটি দীর্ঘদিন ধরে ধাপে ধাপে বেদখল করে রেখেছে কিছু স্বার্থবাদী লোকেরা।যার কারনে পুকুরটি তার সৌন্দর্য হারিয়ে এখন মলমূত্রত্যাগের স্থান হয়েছে। এখানে ১ টি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ রয়েছে। এছাড়াও বাজারের প্রায় ৮-১০ হাজার লোক পানি সমস্যায় ভুগছেন। কোনো একসময়ে এই পুকুরের পানিতে আমরা গোসল করেছি। পানি খাবারের জন্য ব্যাবহার করেছি। বর্তমানে এই পুকুরটি অবৈধ দখলদারত্বের হাতে জিম্মি হয়ে গেছে। এখন এ পুকুরের পানি ব্যাবহার যোগ্য নায়। জেলা পরিষদ এই বিষয়টি নিয়ে নানা কৌতুহল সৃষ্টি করছে। আমরা এই পুকুরটির সৌন্দর্য ফিরে পেতে চাই। এবং সকল অবৈধ দখলদারত্ব অপসারণ করে এটাকে মানুষের জন্য উম্মুক্ত করা হোক।
Leave a Reply