শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

ভারতে বাংলাদেশে সামনে অনেক বড় চ্যালেঞ্জ অপেক্ষা

  • আপডেট সময় শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৭.১৯ পিএম
  • ২ বার পড়া হয়েছে

১৭২ রান করলে ফলো অন এড়াতেন শান্তরা। কিন্তু, যখন এক থেকে পাঁচ পর্যন্ত ব্যাটারদের মোট সংগ্রহ ৩৩, তখন আর সেই আশা কতটুকুই বা করা যায়! তবে বোলার অশ্বিন আর অলরাউন্ডার জাদেজা যেভাবে ঘুরে দাঁড়িয়ে ভারতকে টেনে তুলেছিলেন, ‘ব্যাটিং সহায়ক হয়ে ওঠা’ পিচে অবশ্য তেমন কিছু আশা করা একেবারেই অহেতুক ছিল না টাইগার শিবিরে।

কিন্তু সেটিও হয়নি, এমনকি এর ধারে কাছেও যাওয়া যায়নি। ফল, যা হবার তাই। ১৪৯ রানে সব হারিয়ে ফলো অনে পড়ে বাংলাদেশ। কিন্তু রোহিত সিদ্ধান্ত নিলেন অন্য। শান্তদের ফলো অন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে তুলে নিলেন। যদিও শেষ বিকেলে বুমরাহ, সিরাজদের ইটের জবাবে পাটকেল দিয়েছেন তাসকিন, নাহিদরা।

তবে ততক্ষণ ভারতের স্কোর বোর্ড যা বলছে, তা হয়তো হতে চলেছে ‘দুর্গম গিরি’। দ্বিতীয় দিন শেষে ভারতের লিড ৩০৮। গিল-পন্থরা যদি তৃতীয় দিনও ব্যাট করে তাহলেও এই লিড যে ৫০০ ছাড়াবে তাতে কোনো সন্দেহ নেই। সেই হিসেবে বলা যেতেই পারে, বাংলাদেশে সামনে অনেক বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে।

প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটাররা শুধু হতাশই করেন নাই, ডুবিয়েছেনও বটে। দুই রানে প্রথম উইকেট হারানোর পর ৪০ রানে পৌঁছাতে খোয়া যায় পাঁচ উইকেট। মাঝপথে সাকিব-লিটন হাল ধরলেও জাদেজার ঘূর্ণিতেই তা খেই হারায়। শেষে পুঁজি গিয়ে দাঁড়ায় ১৪৯।

দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমে সুবিধা করতে পারে নাই রোহিত বাহিনীও। তৃতীয় ওভারেই রোহিতকে ফেরান তাসকিন। এরপর জয়শ্বি জয়সওয়ালকে নাহিদ রানা এবং বিরাটকে ফেরান মিরাজ। দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ গিয়ে দাঁড়ায় ৮১, আর ভারতে লিড হয় ৩০৮।

যদিও চিদাম্বারামে দ্বিতীয় দিনে উইকেট উৎসব (একদিনে ১৭ উইকেট) হয়েছে, তৃতীয় দিনে যদি এমন কিছুও ঘটে, তবে তাও বাংলাদেশের জন্য হয়তো ভালো কিছু বয়ে আনবে না। তাই ধারনা করা যাচ্ছে, চেন্নাই টেস্টের ভাগ্য হয়তো ভারতের হাতেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com