শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ বাংলাদেশের প্রতিটি সেক্টরে পরিবর্তনের ঢেউ লেগেছে। এমনি পরিস্থিতিতে নিজের পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন বিসিবির বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন।
বিদেশ থেকে ফোনে বিসিবির এক জ্যেষ্ঠ পরিচালককে পাপন নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
ঢাকার একটি পত্রিকায় খবর বেরিয়েছে, গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর পাপন লন্ডনে পালিয়ে গেছেন।
সম্প্রতি বিসিবির ৭-৮ জন সক্রিয় পরিচালকের উপস্থিতিতে এক বৈঠকে তাদের একজন পাপনের পদত্যাগের ইচ্ছার কথা জানান।
তবে বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী তাকে আনুষ্ঠানিকভাবে বোর্ডের কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে, যা পরে বোর্ড সভায় অনুমোদন করতে হবে।
বিসিবিতে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন অক্টোবরে বাংলাদেশে আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন কয়েকজন পরিচালক। আইসিসি টুর্নামেন্টের ভেন্যু নিয়ে ২০ আগস্ট চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে ধারণা করা হচ্ছে।
Leave a Reply