মুহম্মদ আবুল বাশারঃ(ময়মনসিংহ)
ময়মনসিংহ জেলার ইশ্বরগঞ্জের মগটুলা ইউনিয়নের মুহম্মদিয়া শরীফ বৈরাটী’তে ঈদুল আযহার নামাজ সোমবার অনুষ্টিত হয়।ঈদুল আযহার নামাজে ইমামতি করেন মুহম্মদিয়া শরীফের সম্মানিত খতিব হযরত মাওলানা শাহ সুফি মুহম্মদ আবুল কালাম। যিনি খালিক মালিক রব মহান আল্লাহ পাক ও নুরে মুজাসসাম হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সন্তুষ্টি-রিযামন্দি হাসিলের লক্ষে,যামানার ইমাম ও মুযতাহিদ ইমামুশ শরিয়ত ওয়াত তরিকত, ইমামুল আইম্মাহ,মুহিউস সুন্নাহ, কুতুবুল আলম,হুজ্জাতুল ইসলাম, হযরত মুজাদ্দিদে আযম সুলতানুন নাছির মুরশিদ কিবলা আলাইহিস সালাম উনার উসিলায় দেশ ও জাতির উন্নতির জন্য বিশেষ দোয়া করা হয়।এসময় স্বাধীনতা শিক্ষক পরিষদ(স্বাশিপ)ময়মনসিংহ জেলা শাখার সম্মানিত সদস্য সাংবাদিক হযরত মাওলানা মুহম্মদ আবুল বাশার,হযরত মাওলানা শাহ সুফি মুহম্মদ শামছুল হক (তাইজুল),মুহম্মদ আবদুল কাদির(শরিফ) মুহম্মদ শহিদুল ইসলাম শহিদ, হযরত শাহ সুফি জিশান মুহম্মদ রউফ হোসাইন সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।ঈদুল আযহার নামাজ শেষে বৈরাটী আলিম মাদরাসা ও বৈরাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্টাতা অলিয়ে কামিল হযরত মাওলানা শাহ সুফি মুহম্মদ হোসাইন আলী রহমতুল্লাহি আলাইহি,হযরত খোদেজা রহমতুল্লাহি আলাইহা,মুহম্মদ আবদুছ ছালাম মাস্টার,মুহম্মদিয়া শরীফের প্রতিষ্টাতা হযরত শাহ সুফি মুহম্মদ আবদুর রউফ রহমতুল্লাহি আলাইহি এবং হযরত মাওলানা মুহম্মদ আবদুর রশিদ রহমতুল্লাহি আলাইহির করব জিয়ারত করা হয়।
Leave a Reply