অনুমোদন না নিয়ে ভবনের ছাদে রেস্তোরাঁ নির্মাণ ও রান্নাঘরের গ্যাস সিলিন্ডারে লিকেজ পাওয়ায় ধানমন্ডির গ্রিনরোডের ল্যাবএইড হাসপাতালকে দুই লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে দক্ষিণ সিটির নির্বাহী হাকিম জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে ল্যাবএইড হাসপাতাল কর্তৃপক্ষকে এ জরিমানা করেন। এদিন দক্ষিণ সিটি করপোরেশন ধানমন্ডি ও গ্রিনরোড এলাকায় অভিযান চালায়।
অভিযানের সময় ল্যাবএইড ভবনের ছাদে অনুমোদন না নিয়েই নির্মাণ একটি রেস্তোরাঁয় গিয়ে নির্বাহী হাকিম দেখতে পান, রেস্টুরেন্টের সঙ্গে ঝুঁকিপূর্ণ রান্নাঘর। সেখানে সিলিন্ডার ও রাখা হয়েছে ঝুঁকি পূর্ণভাবে।
২০১৯ সালের নকশা অনুযায়ী অনুমতি না নিয়েই এই রেস্টুরেন্ট হয়েছে বলে জানান নির্বাহী হাকিম জাহাঙ্গীর আলম। বলেন, এখানে রেস্তোরাঁ করার কথা না। তারপরও ছাদের ওপর তারা এটা করেছেন। এছাড়া সেখানকার রান্নাঘরের একটি সিলিন্ডার থেকে গ্যাস বের হচ্ছিল। এসব কারণেই ল্যাবএইড কর্তৃপক্ষকে জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।
রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনার পর ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে সমন্বিত অভিযানে নেমেছে রাজউক ও সিটি করপোরেশন।
বুধবার পর্যন্ত তিন দিনে রাজধানীর এক হাজার ১৩২টি রেস্তরাঁয় অভিযান চালানো হয়েছে।
এসব অভিযানে ৮৭২ জনকে গ্রেপ্তার এবং ২০টি মামলা দায়ের করা এবং ৮৮৭টি ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
Leave a Reply