যুক্তরাষ্ট্র গত বছরে আফ্রিকার দেশগুলির সঙ্গে কয়েকশো চুক্তি করেছে যার পরিমাণ ১৪২০ কোটি ডলার। এই মহাদেশে চীনের ক্রমবর্ধমান প্রভাবকে ঠেকাতে চেষ্টা করছে ওয়াশিংটন।
‘প্রসপার আফ্রিকা’ বাণিজ্য ও ব্যবসা সংক্রান্ত উদ্যোগের সমন্বয়ক ব্রিটিশ রবিনসনের বক্তব্য অনুযায়ী, ৫৪৭টি নতুন বাণিজ্য ও বিনিয়োগ চুক্তি বুঝিয়ে দিচ্ছে, ২০২২ সালে সম্পন্ন হওয়া চুক্তির সংখ্যা ও মূল্যের থেকে এটি ৬৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। প্রসপার আফ্রিকা এমন একটি কর্মসূচি যা যুক্তরাষ্ট্র ও আফ্রিকার ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলিকে যুক্ত করেছে।
রবিনসন বলেন, প্রেসিডেন্সিয়াল ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত উদ্যোগের লক্ষ্য হল, দ্বিমুখী বাণিজ্য ও বিনিয়োগের প্রবাহকে সচল করে কৌশলগত ও অর্থনৈতিক অংশীদারিত্বকে মজবুত করা এবং এই লক্ষ্য বাস্তবায়ন করতে তরুণরাই চাবিকাঠি।
১২ ডিসেম্বরে এক ভার্চুয়াল মিডিয়া বিবৃতিতে রবিনসন বলেন, “আফ্রিকার বাজারের অসাধারণ সম্ভাবনা ও গতিশীলতাকে ক্রমান্বয়ে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী ও বিনিয়োগকারী গোষ্ঠী। এই মহাদেশে বিশ্বের সবচেয়ে তরুণ জনসংখ্যার বাস। কার্যকর ব্যবসায়িক চুক্তির জন্য উল্লেখযোগ্য সুযোগ তৈরি করে দেবে এই জনসম্পদ। এই ব্যবসায়িক চুক্তি চাকরি তৈরি করবে ও পারস্পরিক সমৃদ্ধি বাড়িয়ে তুলবে।”
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের আফ্রিকা বিষয়ক ঊর্ধ্বতন পরিচলক জুড ডেভারমন্ট বলেন, যুক্তরাষ্ট্র ও আফ্রিকার সম্পর্কের ক্ষেত্রে এটি একটি রেকর্ড সৃষ্টিকারী বছর। যুক্তরাষ্ট্র তিন বছরের মধ্যে ৫৫০০ কোটি ডলার বিনিয়োগ করার প্রতিশ্রুতি পালন করতে চলেছে।
ডেভারমন্ট আরও বলেন, “গত কয়েক বছরে এই মহাদেশ থেকে যে গুরুত্বপূর্ণ উদ্যোগগুলি উঠে এসেছে সেগুলির মধ্যে অন্যতম হল আফ্রিকা ফ্রি—কন্টিনেন্টাল ফ্রি ট্রেড এরিয়া (এএফসিএফটিএ)। আমরা এএফসিএফটিএ-র সঙ্গে একটি মেরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছি।”
Leave a Reply