এ আর আহমেদ হোসাইন (কুমিল্লা জেলা)প্রতিনিধি// কুমিল্লা র্যাব- ১১ সিপিসি-২ মেজর তালুকদার নাজমুছ সাকিব’র একটি অভিযান দল গোপন তথ্যের ভিত্তিতে ০৭-০৪-২০২০ইং তারিখ মঙ্গলবার গভীর রাতে চাদঁপুর জেলার মতলব দক্ষিণ থানাধীন মুন্সী বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ফেইসবুকে গুজব অপপ্রচারকারীকে আটক করেন।
ওই আটককারীর পরিচয় মোঃ তাজুল ইসলাম(৪২) পিতাঃ মোঃ তফাজ্জল হোসেন, গ্রামঃ দক্ষিন দিঘলদি, থানাঃ মতলব দক্ষিণ, চাদঁপুর। ওই আটককৃত আসামী বর্তমান বৈশ্বিক আলোচিত মহামারী করোনা ভাইরাস সম্পর্কে ” Tazul Islam ” নামক ফেইসবুক আইডি ব্যাবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা গুজব ও বিভ্রান্তকর অপপ্রচার চালিয়ে আসছিল, পেশায় তিনি এলাকর মসজিদের ইমাম বলে জানা যায়। তার হাতে আটককৃত মোবাইলে নানান অশ্লীল ভিডিও অসামাজিক কার্যবলীছিল বলে র্যাব জানান। পরে তাকে বিশেষ অভিযানের মাধ্যমে গ্রেপ্তার করা হয়। আটককৃত আসামী উপরোক্ত অপরাধের কথা স্বীকার করলে তার বিরোদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে বলে কুমিল্লা র্যাব- ১১ সিপিসি-২ মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান।
Leave a Reply