দিলীপ কুমার দাস ময়মনসিংহঃ-ময়মনসিংহের মুক্তাগাছায় বুধবার (১৩ ডিসেম্বর ) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে নবাগত জেলা প্রশাসকের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, গন্যমান্যব্যাক্তি, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে উপজেলা চত্ত্বরে এক অনারম্ভর অনুষ্ঠানের মধ্য দিয়ে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নব যোগদানকৃত জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ফারুক হোসেন,নির্বাচন কর্মকর্তা সৈয়দ শারমিন সুলতানা, পিআইও মোঃ রকিবুল হক, আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মতিউর রহমান, শহীদ স্মৃতি সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ আলী ইদ্রিস,চেয়ারম্যান হোসেন আলী,মুক্তাগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী, সাংগঠনিক সম্পাদক এম ইউসুফ প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যাতে অংশ গ্রহনমূলক এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় সেই দিকে লক্ষ্য রেখে আমাদের কাজ করতে হবে।এ নির্বাচন যাতে কোন ভাবে প্রভাবিত না হয় সেই দিকে আমাদের সজাগ থাকতে হবে। কোন ক্রমেই আগামী ৭জানুয়ারী নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেই ব্যাপারে আইন-শৃঙ্খলাবাহিনীদের তিনি নির্দেশ দেন।
Leave a Reply